রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শার্শা উপজেলা বিএনপি বেনাপোলে লিফলেট বিতরণ ও পথসভা করেছে।সোমবার (২৫ আগষ্ট) বিকালে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন এর নেতৃত্বে বেনাপোল পৌর সভার কাস্টমস হাউজ এর সামনে থেকে লিফলেট বিতারণ শুরু করে বেনাপোল বরফিল্ডে এসে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন নেতা, কর্মীরা।এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তরুজ্জামান, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুব দলের আহবায়ক মফিজুর রহমান বাবু, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্র দলের আহবায়ক শরিফুল রহমান চয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফ প্রমুখ।লিফলেট বিতরণ শেষে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপে নির্বাচনের লক্ষ্যে নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।তিনি আরো বলেন, আজ স্বাধীনতাবিরোধী জামাত এক এক সময় এক কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই জামাত শেখ হাসিনার সাথে আতাত করে ১৯৮৬ সালে এরশাদের পাতানো নির্বাচনের ফাঁদে পা দেন। আবার ১৯৯৬ সালে এই ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে তাদের সাথে নির্বাচন করে। যা বাংলার জনগন ভুলে যায়নি। এত যদি জনপ্রিয়তা থাকে তাহলে জামাত কে প্রশ্ন রেখে বলেন নির্বাচনে আসতে বাধা কোথায়?ভোরের আকাশ/জাআ
২৫ আগস্ট ২০২৫ ১০:৪৯ পিএম
সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে শহরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট জনগণের মাঝে তুলে ধরতে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছে।বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে শহরের বড়বাজার এলাকায় প্রায় এক হাজার লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক নিয়ামুল হাকিম সাজু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।নেতৃবৃন্দ জানান, দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দিতে তারা অব্যাহতভাবে মাঠে থাকবেন।ভোরের আকাশ/জাআ
২০ আগস্ট ২০২৫ ০৭:৩২ পিএম
রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে রিজভীর প্রতিক্রিয়া
বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট থেকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ছবি সরানোর বিষয়ে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (১৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সরকার একটি নীতি ঘোষণা করেছে ‘জিরো পোর্ট্রেট নীতি’। এই নীতির প্রেক্ষিতে ছবি সরানো হয়েছে। এখন আমরা জানি না এটা যথাযথ না অনুচিত। দলে আলোচনা করে পরে আমরা এ বিষয়ে মন্তব্য করব।”উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসকে রাষ্ট্রপতির ছবি সরানোর মৌখিক নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনা পাওয়ার পর ইতিমধ্যেই কিছু দেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। আবার অনেক দূতাবাস জানিয়েছে, তারা ৫ আগস্টের পরপরই এসব ছবি সরিয়ে ফেলেছে।কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত কয়েক মাস ধরে ‘জিরো পোর্ট্রেট নীতি’ বা ‘কোনো ছবি না রাখার’ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। নীতি অনুসরণ করেই রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে।ভোরের আকাশ//হ.র
১৯ আগস্ট ২০২৫ ১২:৩৪ এএম
কাপাসিয়ার বিএনপির উদ্যোগে মহিলাদের উঠান বৈঠক
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে মহিলাদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী উপজেলা সদরের মধ্যপাড়া, বরুন এবং ঘাগটিয়ার কামারগাঁও গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।উপজেলা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাহমুদের সভাপতিত্বে মধ্যপাড়ায় বিকালে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।বিএনপি নেতা জহিরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা প্রমুখ।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুল রহমান বাবুল, সেলিম হোসেন বকুল, আবুল হোসেন প্রধান, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান প্রমুখ।এর আগে সকালে ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের আয়োজিত মহিলাদের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সভাপতি বজলুল রশিদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বিভিন্ন স্থানে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তাদের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা করা হবে। সমাজে পিছিয়ে পরা মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তারা যাতে আত্মমর্যাদা রক্ষা করে চলতে পারে, সে ব্যবস্থা নেয়া হবে। মাদকের কড়াল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। তাদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। সমাজ থেকে অন্যায় অত্যাচার নির্যাতন ও সকল অপকর্ম দূর করা হবে।প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্'র রেখে যাওয়া কাপাসিয়ার সার্বিক উন্নয়ন পরিকল্পনা আগামী দিনে বাস্তবায়ন করা হবে। স্বাধীনতা সংগ্রামে যারা বিরোধিতা করেছে, তারা আজ সমাজপতি হতে চায়। নানা বাহানায় তারা মহিলাদের লোভ দেখিয়ে ভোট চাচ্ছে। তাদের হাতে নিরিহ মানুষের রক্ত রয়েছে বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে কোন আপোষ নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি ছিলো এবং আগামী দিনেও যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।ভোরের আকাশ/জাআ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে পুরনো নেতৃত্বই টিকে গেছে। দলীয় নেতাকর্মীরা নতুনদের পরিবর্তে পূর্বের নেতৃত্বের ওপরেই ভরসা রেখেছেন।শনিবার (১৬ আগস্ট) পৌরশহরের পানিধার এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কাউন্সিলে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট হলেও নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি। এর বাইরে সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সহসভাপতি নাসির উদ্দিন মিঠু, সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু, প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিনসহ উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।ঘোষিত ফলাফলে দেখা যায়, সিনিয়র সহসভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নছিব আলী ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির পলাশ পান ৩৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জালাল আহমদ তালাল পান ১৪৪ ভোট।এ নির্বাচনে ৭১০ ভোটারের মধ্যে ৭০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় ৯৮ শতাংশ উপস্থিতি। এত বিপুল ভোটার অংশগ্রহণ প্রমাণ করেছে, দলীয় নেতাকর্মীরা এই কাউন্সিলকে ঘিরে ছিলেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।সার্বিকভাবে কাউন্সিল থেকে পরিষ্কার হয়েছে, বড়লেখা উপজেলা বিএনপির আগামী পথচলায় পুরনো নেতৃত্বই ভরসার জায়গা হয়ে থাকছে। সভাপতি থেকে শুরু করে শীর্ষ কয়েকটি পদে অভিজ্ঞ নেতাদের হাতেই দায়িত্ব অর্পিত হয়েছে। ফলে সামনে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন নেতাকর্মীরা। একই সঙ্গে তারা মনে করছেন, এই নেতৃত্বই ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামে উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করবে।ভোরের আকাশ/জাআ
১৬ আগস্ট ২০২৫ ১০:২২ পিএম
নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে দেউলবাড়ী দোবড়া, দীর্ঘা ও কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার গাওখালী স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান, কালা বিশ্বাস ও মাহবুবুর রহমান শানুরের সঞ্চালনায় জনমত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মিজানুল রহমান দুলাল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, যুগ্ম আহ্বায়ক মোঃ তাওহীদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ লিলন, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান লায়েক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ মেহেদী হাসান, ছাত্রদলের আহ্বায়ক এইচএম শামীম হাসান ও কলারদোয়ানিয়া ইউনিয়ন সেচ্ছাসেবদলের আহ্বায়ক এনায়েত করিম প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না।তারা আরো বলেন, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ভোরের আকাশ/জাআ
০২ আগস্ট ২০২৫ ০৮:৪৯ পিএম
সাতকানিয়ায় বিএনপির চার গ্রুপের দ্বন্দ্বের অবসান, ঐক্যের ডাক
সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে বিরাজমান বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের চূড়ান্ত অবসান ঘটেছে। বুধবার (২৩ জুলাই) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষুর বাসভবনে আয়োজিত এক বিশাল মধ্যাহ্নভোজ ও মিলন মেলায় এই ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা আসে।এতে প্রায় ৭ শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল হোসেন ও মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রফিকুল আলম, সাতকানিয়া পৌরসভা সাবেক প্যানেল মেয়র নবাব মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌর বিএনপি নেতা মিজানুর রহমান মিজান।প্রীতিভোজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সাতকানিয়া-লোহাগাড়া (১৫) আসনটি মূলত বিএনপির শক্ত ঘাঁটি। কিন্তু গত কয়েক বছর ধরে সাতকানিয়ায় চারটি এবং লোহাগাড়ায় তিনটি গ্রুপ দলীয় কর্মসূচি আলাদাভাবে পালন করায় সংগঠন দুর্বল হয়ে পড়েছিল।দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি অবহিত হয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব দেন। তার উদ্যোগে ১৭ জুলাই আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে প্রথম বৈঠকে সাতটি গ্রুপের শীর্ষ নেতৃবৃন্দ—আসহাব উদ্দিন, জামাল হোসেন, মুজিবুর রহমান, অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন, নাজমুল মোস্তফা আমিন, খোকন চৌধুরী, হাজী রফিকুল আলম ও শেফায়েত উল্লাহ চক্ষু—একত্রিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে একসাথে পথচলার প্রতিশ্রুতি দেন।পরবর্তীতে ১৯ জুলাই দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত হয়, সাতকানিয়া ও লোহাগাড়ার নেতাদের বাড়িতে মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও আস্থার সেতুবন্ধন গড়ে তোলা হবে।এই ধারাবাহিকতায় গত ২১ জুলাই মুজিবুর রহমান চেয়ারম্যানের বাড়িতে প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়। ২৩ জুলাই শেফায়েত উল্লাহ চক্ষুর বাড়িতে দ্বিতীয় আয়োজনের মধ্য দিয়ে ঐক্য আরও সুদৃঢ় হয়। পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হবে অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন ও জামাল হোসেনের বাসভবনে।বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ঐক্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।ভোরের আকাশ/জাআ
২৩ জুলাই ২০২৫ ১০:৪২ পিএম
বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে (সবশেষ তথ্য মতে) এবং এ ঘটনায় ১৭১ জন আহত হয়েছেন।সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।এ মর্মান্তিক ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামীকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।আজ সোমবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।এতে বলা হয়, ঢাকায় মিলাদ ও দোয়া মাহফিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।ভোরের আকাশ/জাআ
২১ জুলাই ২০২৫ ০৯:০৩ পিএম
ব্যবসায়ীদের চাঁদাবাজের কবল থেকে রক্ষার আহ্বান বিএনপির
চট্টগ্রাম শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরপরাধ ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য জোর আহ্বান জানিয়েছে বিএনপি।শুক্রবার (১৮ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।এতে আরও বলা হয়, রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। মূলত, সারাদেশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্ম্যে শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে। এ ধরনের পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে।বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসাথে দুস্কৃতিকারিদেরকে প্রতিহত করার আহ্বান জানায়। বিএনপি চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছে।ভোরের আকাশ/জাআ
১৮ জুলাই ২০২৫ ০৫:১৯ পিএম
কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি: সালাহউদ্দিন
বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেটিভ) পদ্ধতিতে নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১৫ জুলাই) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, আজ ঐকমত্য কমিশনে তিনটি বিষয় ছিল, তার মধ্যে দুটি নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে। উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে কীভাবে নির্বাচন হবে, সে বিষয়ে বিভিন্ন রকমের মতামত থাকার কারণে ঐকমত্যে পৌঁছায়নি। তবে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট সৃষ্টির ক্ষেত্রে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কী হবে- এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে।তিনি বলেন, আমরা আমাদের আগের জায়গায়ই রয়েছি। ৩১ দফার ভিত্তিতেই দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম, যেখানে দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে।বিএনপি মনে করে সেই উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাপক আলাপ-আলোচনার পর অনেক দলই ঐকমত্যে আসেনি। এমনকি কিছু দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলেও মনে করে না বলে জানান তিনি।ভোরের আকাশ/জাআ
১৫ জুলাই ২০২৫ ০৮:০৬ পিএম
৯ বছর পর কাউখালীতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদের পুরাতন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে আহসান কবির সভাপতি ও দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।উপজেলা বিএনপি'র আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবির এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য, নজরুল ইসলাম খান ও সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক ও শাফিউল আজম ভিপি দুলাল, যুগ্ম-আহবায়ক জিয়াউল হাসান নিক্সন প্রমুখ। ভোরের আকাশ/জাআ