সড়কে শৃঙ্খলা ও বাস ভাড়া কমানোর দাবী যাত্রী কল্যাণ সমিতির
পিরোজপুর শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, দুর্ঘটনা কমানো এবং সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার (১৬ই মে) সকাল ১০টা ৩০ মিনিটে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সমিতির আহ্বায়ক মোঃ মাইনুল আহসান মুন্না। তিনি বলেন, পিরোজপুর থেকে ঢাকাগামী পরিবহনের বাসগুলো প্রতি যাত্রীর কাছ থেকে যৌক্তিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০০-১৫০ টাকা আদায় করছে।
এছাড়া পিরোজপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের ভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতি নিয়ত ঘটছে দূর্ঘটনা। তাই এ যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা প্রয়োাজন বলে জানান তিনি।
সকল রুটে চলাচলরত বাসে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করা এবং যাত্রীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাসের চালক ও হেলপারদের প্রশিক্ষণের প্রয়োজন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সমিতির এ দাবিগুলো বাস্তবায়নের জন্য পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আকারে দেয়া হবে বলে জানান আহবায়ক। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোঃ ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সমিতির সদস্য সচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো: নাসির উদ্দিন ও লাইজু আক্তার এবং যুগ্ম সদস্য সচিব তানিয়া রহমান ও নাইম উদ্দিন আকন প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বিএনপি মানবতার রাজনীতি করে এবং সব ধর্মের মানুষের পাশে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, “স্বাধীনতার পর থেকেই বিএনপি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।” তাই কেউ নিজেকে এখন থেকে সংখ্যালঘু ভাববেন না, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী।শুক্রবার বিকেলে গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যাপক বাচ্চু বলেন, “একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে গুজব ছড়ায়। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে, এখানে কেউ সংখ্যালঘু নয়।” তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ সরকারের নির্বাচন ব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “যারা দিনের ভোট রাতে করেছে, যারা নিজেদের ভোট প্রশাসনের হাতে তুলে দিয়েছে, সেই দলকে সারাজীবনের জন্য বয়কট করা উচিত।” সভায় সভাপতিত্ব করেন মাদব মণ্ডল এবং পরিচালনা করেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন।এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও মপবিস-২ এর সভাপতি এস.এম. মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল বারেক, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোসলেমউদ্দিন মৃধা, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, তেলিহাটি ইউনিয়নের সভাপতি আবু জাফর, গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন।ভোরের আকাশ/এসএইচ
বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশ ভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ও গ্রামীণফোনের সহযোগিতায় ২০২৪ শিক্ষাবর্ষে বরিশাল মহানগর এর ৪৭ টি স্কুলের প্রায় ৫ হাজার ৬শ ছাত্র-ছাত্রী বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ মে) সকালে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বই পড়ার এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোঃ আসাদুজ্জামান অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক ট্রাস্টি বিশ্ব সাহিত্য কেন্দ্র, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বরিশাল মোঃ সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশিদ, ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাব্রিয়েল গাইন, গ্রামীণফোন বরিশাল ডিভিশন সার্কেল হেড সানুয়ার হোসেন, পরিচালক, বিশ্ব সাহিত্য কেন্দ্র শামীম আল মামুন সহ অন্যান্য অতিথিবৃন্দ।স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মনকে সুন্দর ও রুচিস্নিগ্ধ ভাবে গড়ে তোলার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ৪৭ বছর ধরে সারাদেশে এই বই পড়া কর্মসূচির আয়োজন।আজকের এই অনুষ্ঠানে গ্রামীণফোনের সৌজন্যে বরিশাল মহানগরের ৪৭টি স্কুলের মধ্যে ৩৬ টি স্কুলের ২ হাজার ৪১১জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে এবং বাকি ১১ টি স্কুলের শিক্ষার্থীদের পক্ষে স্কুলের শিক্ষক ও সংগঠকদের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বইপড়া এ কর্মসূচিতে ৫ টি স্কুল থেকে ৭৩ জন সেরাপাঠক বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে ৭জন শিক্ষার্থীকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।ভোরের আকাশ/এসআই
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মিরুখালী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব রুবেল তালুকদারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় প্রায় ৩ শতাধিক নারী পুরুষের উপস্থিতে মিরুখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরুখালী স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন শেষ করেন।এ সময়ে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব মনির, মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, মিরুখালী যুবদলের সদস্য সচিব রুবেল তালুকদার, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাঈম প্রমুখ।মিরুখালী যুবদলের সদস্য সচিব রুবেল তালুকদার বলেন, ২০১৪ সালে আমার ছোট ভাইকে হত্যা করেন আল-আমীন তালুকদার তার বিচার ফ্যাসিস্ট হাসিনা সরকার করেনি এখন সেই খুনিরা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমার নামের মামলা প্রত্যাহার চাই।মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা বলেন, শেখ হাসিনার দোসররা এখনো বিভিন্ন নামে আমাদের সহযোদ্ধাদের নামে মিথ্যা মামলা করে আর আপনারা সেই মামলা তদন্ত না করে মামলারুজু করেন এই মামলা যদি প্রত্যাহার না করে তাহলে যুবদল নেতা রুবেল তালুকদারের পরিবারও মামলা করবে সেই মামলাও নিতে হবে অন্যথায় মঠবাড়িয়া উপজেলা যুবদল হিংস্র রূপ ধারন করবে তা সহ্য করার মত ক্ষমতা আপনাদের নেই।ভোরের আকাশ/এসএইচ
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মোড়ের পূর্ব-দক্ষিণ পার্শ্বে কুসুম্বা মৌজায় এ ঘটনা ঘটে।এঘটনায় প্রতিকার চেয়ে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ভূক্তভোগী সেকেন্দার আলী প্রতিপক্ষের মৃত জমির উদ্দিনের ছেলে মকলেছার আলী (৫৫) সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।অভিযোগসূত্রে জানা গেছে, গাইহানা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ভূক্তভোগী সেকেন্দার আলীর সঙ্গে দেলুয়াবাড়ি গ্রামের প্রতিপক্ষ মৃত জমির উদ্দিনের ছেলে মকলেছার আলী গং এর সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।এরই জের ধরে গত বৃহস্পতিবার সকালে ভূক্তভোগীর জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে জোরপূর্বকভাবে ধান কাটছিলেন। এসময় ভূক্তভোগী বগুড়া ধাপের হাটে গরু ক্রয় করার জন্য যাওয়ার পথে বিষয়টি দেখতে পেয়ে বাধা নিষেধ করেন। এরই এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে বেধে রেখে এলোপাতাড়ীভাবে মারধর করে ভূক্তভোগীর শার্টের পকেটে থাকা ৩ লক্ষ ৩৫ হাজার টাকা ও মোবাইলসহ উক্ত জমির ধান কেটে নিয়ে যায়। উক্ত সম্পতিতে যাওয়ার চেষ্টা করলে প্রাণে মেরে ফেলবে বলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি অব্যাহত রাখায়।গত ২০২৪ সালের ২৫ জানুয়ারি প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করার পর উক্ত জমির আপোষ মিমাংসা করে দেন। এরপরও প্রতিপক্ষের লোকজন আপোষ মিমাংসা অমান্য করিয়া বিভিন্ন সময় জমির ফসলাদি ক্ষয়-ক্ষতি করে আসছেন।উক্ত জমি জমার দখল-বেদখল কে কেন্দ্র করে যে কোন সময় গুরুতর শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী। এতেও প্রতিকার না পাওয়ায় সেনাবাহিনীর সরনাপন্ন হয়েছেন বলেও জানান তিনি।অপরদিকে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। ভোরের আকাশ/এসআই