বরিশালে ইএসডিও এর এ্যাডভোকেসী ক্যাম্পিং অনুষ্ঠিত
বরিশালে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যাগে ইউনিসেফ এর সার্বিক সহযোগিতায় এ্যাডভোকেসী ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫মে) সকাল ১১ টায় নগরীর সিএন্ডবি রোড সেইন্ট বাংলাদেশ এর কনফারেন্স কক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজসেবা কার্যালয়ের এ কে এম আখতারুজ্জামান তালুকদার, মেহেরুন নাহার মুন্নি (উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল), প্রিন্স বাহউদ্দিন তালুকদার (উপ-পরিচালক অধিদপ্তর বরিশাল), আনোয়ার হোসাইন (চিফ ফিল্ড অফিসার ইউনিসেফ বরিশাল)।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ৪০৮ উপজেলা ৫৩ জেলায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে বরিশালে সদর উপজেলা সহ মুলাদি, মেহেন্দিগন্জ, ভোলাতে কার্যক্রম চলমান রয়েছে।
তারা বলেন, সমাজের ১৫-২৪ বছর বয়সী নারীদের নিয়ে প্রশিক্ষণ এবং চাকরির ব্যবস্হা করা। এছাড়া স্হানীয় লোকজন ও সরকারি কর্মকর্তাদের মতামত এর ভিত্তিতে প্রাথমিকভাবে স্কুল থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ, ডিভোর্স প্রাপ্ত, এসব বিবেচনা করে নির্বাচন করা হয়।
প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত অসহায় এসব মানুষদের নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা হয়। স্কিল উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, তাদেরকে উদ্যোগতা হিসেবে তৈরি করা, যাচাই বাচাই শেষে চাহিদা নিরূপন করা, দক্ষতা উন্নয়ন বৃদ্ধির ব্যবস্হা করা এবং ফলোআপ তৈরি করা।
তারা আরও বলেন, বরিশাল সদরে ১২৬০ জন, মুলাদিতে ২২৫জন, মেহেন্দিগন্জে ৬০ জন প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। এ পর্যন্ত সর্বমোট ৬১৫ জনের চাকরির ব্যবস্হা করা হয়েছে। সর্বশেষ চাকরির মেলার আয়োজন করা হয়। সেখান থেকে ১১৭ জন চাকরির ব্যবস্থা হয়।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করবে সরকার। তবে এই সরকারের আমলে হয়তো স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ হবে না। পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে এই কাজটা শেষ করতে হবে।রোববার (২৫ মে) বিকেলে কুমিল্লায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম বর্ণাঢ্য চরিত্রের অধিকারী ছিলেন। উনাকে নিয়ে সিনেমা বানালে বিশ্বব্যাপী সমাদৃত হবে। জাতীয় কবির দর্শন অনেক চমৎকার ছিল। নজরুল ইন্সটিটিউট সেগুলো অনুবাদের কাজ করছে। এখানে সরকারি কোনো প্রোপাগান্ডা থাকবে না। একটা সত্যিকার কাজ হবে।জুলাই আন্দোলনের কবি নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, আপনার যদি গত জুলাই মাসজুড়ে আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন নজরুল কি রকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। দেয়ালের লেখনিতে দেখবেন নজরুলের কবিতা গান কিভাবে ব্যবহৃত হয়েছিল। এটি কিন্তু শিল্পের শক্তি, আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান কবিতা লিখেছেন, উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। এটিকে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানসহ নজরুল পরিষদসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।সোমবার ২য় দিন জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে ও শেষ দিন ২৭ মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ মে) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার।ভোরের আকাশ/এসআই
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”– এই স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।বরিবার (২৫ মে) সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ভূমি সংক্রান্ত সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধে জনগণকে উৎসাহিত করতে বরগুনার বেতাগী পৌর শহরে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই র্যালিতে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ।র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. বশির গাজী, বিশেষ অতিথি বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর বেপারী, অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান, পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না।এ সময় উপজেলা প্রশাসন ভূমি মেলায় আরও উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ। এতে ভূমি মালিকদের সময়মতো কর পরিশোধ ও সঠিক দলিল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।এ ব্যাপারে উপজেলা প্রশাসন জানায়, এই র্যালির মাধ্যমে শুরু হলো বেতাগীতে আয়োজিত ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক কার্যক্রম। মেলায় নাগরিকদের জন্য ই-নামজারি, খতিয়ান ও ম্যাপ সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবাসমূহ সরাসরি প্রদান করা হবে।ভোরের আকাশ/জাআ
ভোলার চরফ্যাশনে তাবলীগ জামাতে অংশ নিতে এসে নাহিয়ান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।রোববার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে চর কুকরী মুকরী ইউনিয়নের একটি পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।নাহিয়ান বরিশাল জেলার গৌরনদী উপজেলার নিলখলা টরখী গ্রামের মো. মাসুদ কাজীর ছেলে। সম্প্রতি তিনি এসএসসি পরীক্ষা সম্পন্ন করেন এবং তারপরই ভোলার চরফ্যাশনের চর পাতিলার কাশেম মেম্বার জামে মসজিদে তাবলীগ জামাতে যোগ দেন।তাবলীগ জামাতের সাথীরা জানায়, মসজিদের পুকুরে অন্যান্য সাথী ভাইদের সঙ্গে গোসল করতে নেমেছিলেন নাহিয়ান। গোসলের একপর্যায়ে হঠাৎ তিনি পানিতে ডুবে যান। এক সাথী তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।পরে আশপাশের লোকজনের সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নাহিয়ানকে উদ্ধার করে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, “আমরা খবর পাওয়ার আগেই পরিবার নাহিয়ানের মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”নাহিয়ানের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এবং তাবলীগ জামাতের সাথীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য দিয়ে একটি মানববন্ধন আয়োজনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ মে) বিকেলে পিরোজপুর জেলা স্কাউট ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ বি এম ফখরুজ্জামান।লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত সময়ে চারবার সুনামের সঙ্গে এ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার প্রচেষ্টায় বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। অথচ একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।তিনি অভিযোগ করেন, গত ২২ মে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বহিরাগতদের মাধ্যমে একটি মানববন্ধন করে যা সরাসরি আমার ও কমিটির মানহানি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে আঘাত হানে।তিনি আরও দাবি করেন, যারা আগের আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছে, তারাই বর্তমানে পদে আসতে না পেরে বিরূপ অপপ্রচার চালাচ্ছে। মোঃ মোশারেফ হোসেন খোকন মোল্লা, এমদাদ হাওলাদার, জিয়াউল হক মাঝী, আমিনুল হক মিয়া প্রমুখ এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন।সংবাদ সম্মেলনে ফখরুজ্জামান বলেন, মোঃ মোশারেফ হোসেন খোকন মোল্লা একজন রাজনৈতিক বিতর্কিত ব্যক্তি এবং বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি। অন্যদিকে এমদাদ হাওলাদারকে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি আজীবনের জন্য বহিষ্কার করেছে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই কুচক্রী মহল একাধিকবার বিদ্যালয়ের শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে মূল্যবান দলিল ও অর্থ আত্মসাৎ করেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি মামলা (মামলা নং: ৭১/২৫ সিআর) বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।ভোরের আকাশ/জাআ