ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস থেকে দেড় কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসঙ্গে যাত্রীবেশি নাছিরুল ইসলাম (৩৮) নামের কারবারিকেও গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর নামক স্থানের রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন রাজগাঁও দানোভিটাপাড়া গ্রামের মৃত নরশেদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী ছাইমন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাসি করা হয়। তখন সিটে বসা নাছিরুল ইসলামের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে। নাছিরুলের বিরুদ্ধে মামলা দিয়ে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
নওগাঁর মান্দায় পাথরবোঝায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাটের দক্ষিণে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান, নিহত ব্যাক্তি দূর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার। তবে এখন পর্যন্ত তার নাম ঠিকানা পাওয়া যায়নি।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারসহ দূর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।ভোরের আকাশ/এসএইচ
কুমিল্লার দাউদকান্দিতে আল মামুন (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আল মামুন হত্যাসহ খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাতে গৌরীপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদ জব্দ করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শুক্রবার রাতে আল মামুন তিন নারীসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকার গাবতলী থেকে একটি বাসে ওঠেন। গৌরীপুর বাস স্টেশনে বাস থামলে তিনি পানি কিনতে নেমে পড়েন। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হত্যার পেছনে কারা জড়িত ও কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
বয়সের ভারে বিদায় নিতে হলো শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার জনপ্রিয় মোহ্তামিম হাফেজ মোঃ আবু ইউসুফকে। তাকে চোখের জলে বিদায় জানালো এলাকাবাসী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ জুলাই) সন্ধায় মাদ্রাসা ম্যানেজিং কমিটি, ব্লু স্কাই স্পোর্টিং ক্লাব ও ছাত্র সমাজ মাদ্রাসার মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। ছবি : ভোরের আকাশঅমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিতত্বে অনুষ্ঠিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। শিক্ষাবিদ সাইফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, একজন গুণি শিক্ষক বিদায় নেয়ায় আমাদের এ এলাকার অনেক ক্ষতি হয়ে গেলো। ওনার আলোয় আলোকিত হয়েছে আমাদের এলাকার অনেক ছেলে। আমরা তার আদর্শকে ধরে রাখবো। এ অনুষ্ঠানটি আয়োজন করা একটি ভালো উদ্যোগ। প্রতিটি এলাকায় গুণীশিক্ষকদের সম্মানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলে আমাদের ছেলেদের মানষিকতার পরিবর্তন ঘটবে।অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার নিজস্ব তহবিল না থাকলেও এলাকারবাসী, যুব ও ছাত্র সমাজ এবং মাদ্রাসার বর্তমান এবং সাবেক ছাত্ররা মিলে প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করে বিদায়ী এ গুণী শিক্ষককে অবসরকালীন অনুদান প্রদান করেন। উল্লেখ্য, হাফেজ মোঃ আবু ইউসুফ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা থেকে এ এলাকায় এসে প্রায় ত্রিশ বছর আগে প্রতিষ্ঠা করেন অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসাটি। এরপর থেকে অনেক কষ্টে পাঠদান করে এ এলাকায় ইসলাম ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়েছেন।ভোরের আকাশ/এসএইচ
পদ্মা নদী উত্তাল ও তীব্র বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায়রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে।শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।এর আগে শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে তীব্র স্রোত ও বাতাসের কারণে পদ্মা এবং যমুনা নদীর লঞ্চ চলাচল বন্ধ করে দেয় নৌপরিবহন কর্তৃপক্ষ।দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, নদীতে প্রবল ঢেউ ও স্রোতের কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। যাত্রী ও লঞ্চের নিরাপত্তার জন্য এই বন্ধাদেশ দেওয়া হয়েছিল। তবে আজ শনিবার সকালে আবহাওয়ার উন্নতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ রুট বন্ধ থাকলে পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যাত্রীদের অপেক্ষা ও টিকিট সংকটে পড়তে হয়। আজ লঞ্চ চলাচল শুরু হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, নদীতে পানি বৃদ্ধি নদীতে প্রচুর স্রোত ও প্রবল ঢেউ থাকায় নদীতে লঞ্চ চলাচল চরম ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে। যার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। ভোরের আকাশ/এসএইচ