গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি: ফেনসিডিল সহ গ্রেফতার ১
গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে লাগেজের ভেতর থেকে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ টাকা জব্দ করা হয়। এসময় মাদক কারবারি রাইকুল ইসলামকে (৪২) গ্রেফতার করে সেনাবাহিনীর সদস্যরা।শনিবার (২ আগস্ট) বিকেলে পলাশবাড়ী ফায়ার সার্ভিস এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত মাদককারবারি রাইকুল ইসলাম রংপুরের তাজহাটের আশরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে।অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় হানিফ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিলসহ নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা জব্দ করা হয়েছে। এ মাদকে জড়িত রাইকুলকেও গ্রেফতার করা হয়।গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার জানান, গ্রেফতার রাইদুলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
০২ আগস্ট ২০২৫ ০৫:৫৩ পিএম
গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ গ্রেফতার ১
গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস থেকে দেড় কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসঙ্গে যাত্রীবেশি নাছিরুল ইসলাম (৩৮) নামের কারবারিকেও গ্রেফতার করা হয়।শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর নামক স্থানের রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন রাজগাঁও দানোভিটাপাড়া গ্রামের মৃত নরশেদ আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী ছাইমন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাসি করা হয়। তখন সিটে বসা নাছিরুল ইসলামের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে। নাছিরুলের বিরুদ্ধে মামলা দিয়ে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।ভোরের আকাশ/জাআ
২৫ জুলাই ২০২৫ ০৬:০২ পিএম
গাইবান্ধায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ১, আহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় রইচ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রইচ উদ্দিন গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চেইন মাস্টারের দায়িত্ব পালন করে আসছিলেন।হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পৌর শহরের চারমাথা মোড়ে দায়িত্ব পালনের সময় হঠাৎ ঢাকাগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস রইচ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ সময় আহত হন আরও দুই জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/এসএইচ