অতঃপর ২৫ কেজি দুধ দিয়ে স্বামীর গোসল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ০৪:৪০ পিএম
ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (৩০) নামের এক যুবক তার স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে স্বস্তির কথা জানিয়েছেন। তিনি পেশায় কৃষি কাজ করেন।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে দুধ দিয়ে গোসল করেন ওই যুবক।
স্বজন ও স্থানীয়রা জানায়, তরফপাহাড়ী গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে হৃদয় মিয়া এক বছর আগে একই গ্রামের মেয়ে রিয়া মনিকে (২২) বিবাহ করেন। পারিবারিকভাবে বিয়েতে ২ লাখ ৮৫ হাজার টাকা দেন মোহরানা নির্ধারণ করা হয়। কিন্তু বিয়ের পর থেকে তাদের সংসারে বনিবনা হয়নি। তুচ্ছ বিষয় নিয়ে দাম্পত্য কলহের এক পর্যায়ে দুজনে সংসার ভেঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। উভয় পরিবার তাদেরকে অনেক বুঝিয়েও কাজ হয়নি। অবশেষে দেন মোহরনার সমুদয় টাকা বুঝে দিয়ে উভয় পক্ষ ও স্থানীয়দের উপস্থিতিতে বিবাহ রেজিস্ট্রার কাজী ডেকে গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রেজিষ্ট্রি মূলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
এরই জেরে মনের ক্ষোভ মিটাতে ছেলে হৃদয় মিয়ার পরিবারের লোকজন ২৫ কেজি দুধ দিয়ে, গ্রাম্য গান গীতের আয়োজন করে। পরে দুধ দিয়ে গোসল করে স্বস্তি ফেরে হৃদয় মিয়াসহ তার স্বজনদের। তখন উৎসুক জনতার ঢল নামে। এর ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি হচ্ছিল। তাকে নিয়ে কখনও প্রশান্তি মিলেনি। অনেক কষ্ট মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়া মনিকে তালাক দিয়ে অনেকটা স্বস্তি ফিরেছে মনে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি।
সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। তবে লোকমুখে শুনেছি দুধ দিয়ে গোসল করার ঘটনাটি।
ভোরের আকাশ/জাআ