আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ১২:২১ পিএম
মুহুরীর চরের সীমান্ত এখনও অমীমাংসিত, চাষাবাদে অনিশ্চয়তা
ফেনীর পরশুরাম উপজেলার মুহুরীর চরের ৯২ একর জমি নিয়ে এক দশক আগে সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও এখনো তা পুরোপুরি মীমাংসা হয়নি। বাংলাদেশ-ভারতের যৌথ জরিপ দলের কাঠের পিলার স্থাপনের পরও ভারতের অনীহার কারণে স্থায়ী সীমানা পিলার স্থাপন করা সম্ভব হয়নি। ফলে জমিতে প্রবেশ কিংবা চাষাবাদ করতে পারছেন না বাংলাদেশিরা।
বিভিন্ন সময় সীমান্ত সংঘর্ষ, প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে এ এলাকায়। নদীর স্রোতের দিক পরিবর্তনের মাধ্যমে মুহুরী নদীর চর ভারতের দিকে ঠেলে দেওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
বিজিবি ও ভূমি জরিপ অধিদপ্তর বলছে, জরিপ ও সীমা নির্ধারণের পরও ভারতের গড়িমসির কারণে বিরোধ রয়ে গেছে। দীর্ঘদিনের এই জটিলতা শুধু উন্নয়নকেই বাধাগ্রস্ত করছে না, বরং সীমান্ত অপরাধ, মাদক পাচার ও অনুপ্রবেশের ঝুঁকিও বাড়িয়ে তুলছে।
স্থানীয়দের দাবি, নিজেদের জমির দখল ও চাষাবাদ নিশ্চিত করতে দ্রুত সীমান্ত বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হোক।
ভোরের আকাশ।। হ, র