চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৬:৪৯ পিএম
গাছের ঢাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলার চরফ্যাশনে গাছের ঢাল থেকে আ. শহীদ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) বেলা ১১ টার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের খোদেজা বাগ গ্রামের ৯ নম্বর ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আ. শহীদ ওই এলাকার নূরনবী পন্ডিতের ছেলে। তিনি চার ভাই-বোনের মধ্যে সবার ছোট।
বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান হাওলাদার।
পরিবার ও স্থানীয়রা জানান, শহীদ মানসিক রোগে আক্রান্ত ছিল। সোমবার সন্ধ্যায় ভূঁইয়ার হাট বাজারে যাওয়ার কথা বলে শহীদ ঘর থেকে বের হন। তবে সে ওইদিন রাতে আর বাড়ীতে ফিরে আসেননি। পরে পরিবারের লোকজন তাকে তার বিভিন্ন আত্নীয়র বাড়ীতে খোঁজেন। কোথায় তার সন্ধান পায়নি পরিবার।
পরদিন মঙ্গলবার সকালে তার পিতা কৃষি কাজে যাওয়ার সময় স্থানীয় এক কৃষকের কৃষি খামারের পাশে একটি রেইন্ট্রি গাছে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানায় আনেন।
ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ