সংগৃহীত ছবি
গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও কারারক্ষীদের পোশাক সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত কারারক্ষী হলেন, মো. আরিফ চৌধুরী (২৮)।
আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৬ জুলাই) রাতে সহকারী জেলার সুমি ঘোষ আরিফ চৌধুরীকে আসামিকে করে গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। আরিফ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আরিফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের সরকারি কারা সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে, গত ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি করা হয়। ঘটনার পরপরই কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। পরে তারা সদর থানায় জানায়। পুলিশ শনিবার সন্ধ্যায় জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে গ্রেফতার করে বলে জানান ওসি।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই নয়ন কুমার সাহা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারারক্ষী আরিফ চৌধুরী সরঞ্জাম চুরির ঘটনা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও কারারক্ষীদের পোশাক সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত কারারক্ষী হলেন, মো. আরিফ চৌধুরী (২৮)।আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।এর আগে শনিবার (২৬ জুলাই) রাতে সহকারী জেলার সুমি ঘোষ আরিফ চৌধুরীকে আসামিকে করে গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। আরিফ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আরিফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের সরকারি কারা সরঞ্জাম উদ্ধার করা হয়।এর আগে, গত ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি করা হয়। ঘটনার পরপরই কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। পরে তারা সদর থানায় জানায়। পুলিশ শনিবার সন্ধ্যায় জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে গ্রেফতার করে বলে জানান ওসি।মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই নয়ন কুমার সাহা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারারক্ষী আরিফ চৌধুরী সরঞ্জাম চুরির ঘটনা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/জাআ
পরকীয়ার জেরে স্ত্রীকে লাইভে রেখে রুমন মিয়া (৩৫) নামে এক ওমান প্রবাসীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।শনিবার ( ২৬ জুলাই) ওমানের সালালাহ এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার সন্ধ্যায় নিহত রুমনের ভায়রা ওবায়দুল হক তথ্যটি নিশ্চিত করেন।নিহত রুমন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নে।জানা যায়, নয় বছর আগে পারিবারিকভাবে খালাতো বোন পান্না আক্তারের সঙ্গে বিয়ে হয় রুমনের। বিয়ের চার মাস পর রুমন ওমানে পাড়ি জমান। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এ সময় পান্না তার বাবার বাড়িতে অবস্থান করতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও কলহের সৃষ্টি হয়।সবশেষ শনিবার স্ত্রীকে ভিডিও কলে যুক্ত করেন রুমন। এ সময় পরকীয়ার একটি ভিডিও নিয়ে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে লাইভে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমন।এ বিষয়ে রুমনের স্ত্রী পান্না আক্তার বলেন, আমাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করছে দেখে লাইভ কেটে দেই। এরপর একই ফ্যাক্টরিতে কাজ করা আমার মামাতো বোনের স্বামী ওবায়দুল হককে বিষয়টি জানাই। তিনি গিয়ে দেখেন রুমন ফাঁস দিয়ে ঝুলে আছেন। তখন আমি জানতে পারি আমার স্বামী আত্মহত্যা করেছেন। তবে আমার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সত্য নয়।ভোরের আকাশ/জাআ
"একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে"—এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থা।রোববার (২৭ জুলাই) সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৭০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় সংস্থার সভাপতি ফরহাদ হোসেন বলেন, "পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আজকের এই উদ্যোগ।"সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, "গাছ শুধু পরিবেশ নয়, অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, এই উদ্যোগ যেন সামাজিক আন্দোলনে রূপ নেয় এবং সবাই নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগান।"স্থানীয় বাসিন্দারাও এ কর্মসূচিকে স্বাগত জানান এবং নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।ভোরের আকাশ/জাআ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি'র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকন ও অনলাইন-অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করেছে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদল।রবিবার (২৭ জুলাই) দুপুরে টঙ্গী সরকারি কলেজের দেয়ালে গাজীপুর মহানগর বিএনপির ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ গ্রাফিতি অংকন করা হয়।রাজধানীসহ দেশের ন্যায় টঙ্গী সরকারি কলেজের দেয়াল লিখন ও গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয় অগ্নিঝরা প্রতিবাদ।এই গ্রাফিতি অংকন কর্মসূচিতে অংশ নেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম এইচ আরিফ, ফজলে রাব্বি, ছাত্রদল নেতা কারিমুল্লা, রাইয়ান, জুবায়ের, নাফিও, মামুন, ইউনুস, সাকিব প্রমুখ।গ্রাফিতি অংকন কর্মসূচি পালনের পর নেতাকর্মীরা টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।এ সময় বক্তৃতা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদসহ কয়েকজন শহীদ এবং ‘এক দফা এক দাবি’ এবং ‘স্বৈরাচার নিপাত যাক’ ব্যানার হাতে ছাত্র-জনতার গ্রাফিতি চিত্র রয়েছে।জুলাই অভ্যুত্থানে বিএনপিরই শহীদ হয়েছে ৪২৩ জন। এ সংখ্যাটা আরও বাড়তে পারে। আর অঙ্গ-সহযোগী সংগঠন মিলিয়ে এর সংখ্যা অনেক।তারা আরও বলেন, বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল-যারা গণতন্ত্রের প্রশ্নে আপসহীন। আমাদের নেতাকর্মীরা দেড় দশকের বেশি সময় ধরে নানাভাবে জুলুম-নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। আমরা সব সময়ই তাদের পাশে আছি এবং থাকব।ভোরের আকাশ/জাআ