ছবি : ভোরের আকাশ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরীহ সাধারণ মানুষ হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। রোববার (২০ জুলাই) বিকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার সাংবাদিকদের কাছে হয় রানির বিষয়টি তুলে ধরেন।
এস এম মহিউদ্দিন বলেন, গত বুধবার (১৬ জুলাই) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ কোটালীপাড়া-পয়সারহাট সড়ক বন্ধ করে উপজেলার ওয়াবদার হাটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাঁধা সৃষ্টি করে।
এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ ১ শ' ৫৫ জুনের নাম উল্লেখ ও ১হাজার ৫শ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। এই মামলায় উপজেলা সাধারণ মানুষকে গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে। আমরা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় অধিকাংশ আসামীই সাধারণ মানুষ। অধিকাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত নেই। তা হলে কি ভাবে? কাদের মদদে এই নিরীহ মানুষদের আসামী করা হলো?
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার কোটালীপাড়া থানা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন।কিন্তু তখন একজন ব্যক্তিকেও আপনারা আটক করতে পারেননি। আপনাদের কাছে তো ভিডিও ফুটেজ আছে।আপনারা এই ফুটেজ দেখে আসামি করে গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু আপনার তা না করে নিরীহ মানুষদের গ্রেপ্তার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আপনারা যদি সেই মানুষদের হয়রানি করেন তা হলে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে এর প্রতিরোধ করবো।
এ ব্যাপারে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যম কর্মীদের বলেন, জেলা আইন শৃঙ্খলার সভায় পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার পাশাপাশি নিরাপরাধ মানুষকে গ্রেফতার করে হয়রানী না করার নির্দেশনা দেয়া হয়েছে।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহবায়ক লালন শেখ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
পিরোজপুরের নাজিরপুরের কৃষকদের বিষমুক্ত কৃষি সবজি উৎপাদনে কেঁচো সার ব্যবহার করার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে উপজেলার জনসাধারণের বিষমুক্ত সবজির চাহিদা মিটিয়ে বাহিরের জেলাগুলোতে কৃষি সবজি রপ্তানি করা সম্ভব হবে বলে জানিয়েছেন এলাকার কৃষকরা। উপজেলার কেঁচো সার উৎপাদনের উদ্যোক্তা বদরুল হায়দার বেপারী জানান, তার সকালের শুরুটা হয় খামারের কেঁচো এবং খামার পরিচর্যার মাধ্যমে। কাঁচা গোবর থেকে কেঁচোর মাধ্যমে তৈরি করেন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। নিজে যেমন তৈরি করেন সার তেমনি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে তিনি উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কৃষি উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখেন। কেঁচো সার উৎপাদনের জন্য স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কর্তৃক পুরস্কৃত করা হয় বদরুল হায়দারকে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক-১৪২৫ সহ ২০২০ সালের ২৭শে জুলাই কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে প্রথমবারের মতো কৃষিক্ষেত্রে গুত্বত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা পেয়েছেন তিনি। জেলা কৃষি বিভাগ বলছে, মাটির স্বাস্থ্য রক্ষা এবং মাটির হারানো গুণাগুণ ফিরে পেতে ভার্মি কম্পোস্ট উল্লেখযোগ্য কাজ করে।সরকারি সহায়তায় কেঁচো সার ব্যবহারে দেশের কৃষিতে বিপ্লব ঘটতে পারে। নাজিরপুরে বর্তমানে বদরুল হায়দারের উৎসাহে একদিকে পরিত্যক্ত গোবর হয়ে উঠেছে মূল্যবান সম্পদে অপরদিকে বাড়ছে সাধারণ মানুষের কর্মসংস্থান ও বিষমুক্ত সবজি উৎপাদনের স্পৃহা। উপকারভোগী মঞ্জুরানী দাশ ও নিখিল নামের দুই গোবর বিক্রেতা বলেন, আগে গোবর ফেলে দিতাম। কিন্তু এখন সেই গোবর বিক্রি করে আমরা সংসারের অভাব আর ইচ্ছাগুলো পূরণ করি। নাজিরপুরের কলারদোয়নিয়া ইউনিয়নের কৃষক, পরিতোষ বেপারী জানান, আমি এ বছর ২ বিঘা জমিতে কৃষি সবজি লাউ, করল্লা, শসা, ঝিঙা, চিচিঙ্গা, কুমড়া, বরবটি চাষ করেছি। আগে এসব কৃষি সবজিতে রাসায়নিক সার ব্যবহার করতাম। এ বছর সকল সবজিতে কেঁচো সার ব্যবহার করেছি আগের তুলনায় ফলন ভালো হয়েছে।নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাতুন্নেছা এশা জানান, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। বর্তমান প্রচলিত জৈব সারের মধ্যে সবচেয়ে ভালো হলো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্নভাবে প্রদর্শনী দিয়ে থাকি। বর্তমানে আমাদের নাজিরপুরে প্রায় পাঁচশতাধিক কৃষক ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করছে। দিন দিন এর সংখ্যা বেড়ে চলছে। কৃষকেরা লাভবান হচ্ছে এবং ভার্মি কম্পোস্ট ব্যবহারও বাড়ছে।ভোরের আকাশ/জাআ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে গুলিবিদ্ধ হয়ে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ খবর পাওয়া গেছে।এর আগে সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় মামলার তদন্তকারী কর্মকর্তারা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালত এ আদেশ দেয়।উল্লেখ্য, শনিবার রাতে সদর থানার ৪ এসআই বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ৪টি হত্যা মামলা দায়ের করেন। তিনটি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে ও একটি মামলায় আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০০ জনকে।গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব হোসেন বাদী হয়ে রমজান কাজী নিহতের ঘটনায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০৯ জনকে।ভোরের আকাশ/এসএইচ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আগরবাতি আমদানি করা হয়েছে। মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল পণ্যটি আমদানি করেছে।রোববার (২০ জুলাই) দুপুরে ৪ টন আগরবাতি ভর্তি একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।তিনি জানান, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল বন্দর দিয়ে আগরবাতি আমদানির (এলসি) খুলেছে। প্রথমবারের মতো এ স্থলবন্দর দিয়ে আমদানি পণ্য হিসাবে আগরবাতি প্রবেশ করেছে। যাবতীয় কার্যক্রম শেষে পণ্যটি বন্দর থেকে খালাস হবে। বাণিজ্য বাড়লে স্থলবন্দর দিয়ে রাজস্ব আয় বাড়বে বলেও তিনি জানান।আগরবাতি আমদানির কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন।তিনি জানান, দেশের বাজারে আগরবাতির চাহিদা থাকায় এই স্থলবন্দর দিয়ে আগরবাতি আমদানি করা হয়েছে। বাজারে ভালো মূল্য পাওয়া গেলে এ পণ্যটির আমদানি বাণিজ্য বাড়বে। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন মাছ, সিমেন্ট, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রপ্তানি হয়। যোগাযোগ সহজ হওয়ায় ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিতে এ বন্দরের ব্যবহার বাড়ছে।ভোরের আকাশ/এসএইচ
সাতক্ষীরা জেলার সকল থানায় সব ধরনের অনলাইন জিডি চালুর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দিনগত রাত ১২:০১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে জেলার সকল থানায় সব ধরনের অনলাইন জিডি চালুর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মুকিত হাসান খান , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মোঃ শামিনুল হক, ডিআইও -১ চৌধুরী রেজাউল করিম প্রমুখ।সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও জনবান্ধব করার লক্ষ্যে সাতক্ষীরায় চালু হলো অনলাইনে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা। বাংলাদেশ পুলিশের উদ্যোগে এখন থেকে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে সাতক্ষীরা জেলার যেকোনো থানায় জিডি করা যাবে। ইতোপূর্বে অনলাইনে কেবলমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। তবে এখন থেকে জেলার সব থানায় সব ধরনের জিডি অনলাইনে করার ব্যবস্থা চালু হচ্ছে। এই সেবা ব্যবহার করে এখন চুরি, জবরদখল, হুমকি, পারিবারিক দ্বন্দ্বসহ অন্যান্য সাধারণ বিষয়েও ঘরে বসেই জিডি করা যাবে।জিডি করার পদ্ধতি কীভাবে? এই সেবা গ্রহণের জন্য সর্বপ্রথম অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর কিছু সহজ ধাপে অ্যাপে রেজিস্ট্রেশন করে জিডি সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রেশন পদ্ধতি: অ্যাপ ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর প্রেরিত ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এনআইডি, জন্মতারিখ ও ছবি আপলোড করতে হবে। এছাড়া ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।জিডি করার ধাপ: অ্যাপে লগইন করে ‘হারানো/পাওয়া/অন্যান্য’ অপশন নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় তথ্য (বিষয়বস্তু, স্থান, তারিখ) পূরণ করতে হবে। এনআইডি ও মোবাইল নম্বর পুনরায় যাচাই করতে হবে। সবশেষে ‘ফাইনাল সাবমিট’ ক্লিক করলে জিডি সম্পন্ন হবে।এদিকে, জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, “এখন আর সাধারণ মানুষকে থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনগণের দোরগোড়ায় নিরাপত্তা সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”জেলা পুলিশের এই উদ্যোগে নাগরিকরা স্বচ্ছ, সহজ ও সময় সাশ্রয়ী পদ্ধতিতে পুলিশি সেবা গ্রহণ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ভোরের আকাশ/এসএইচ