গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা,দেশব্যাপী খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান দ্রুত 'জুলাই সনদ' ঘোষণা এবং PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে গাইবান্ধা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বাদ জুম্মা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে এসে সমাবেত হয়।
উক্ত মিছিল শেষে সমাবেশ বক্তব্যে দেন ইসলামী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মুহাম্মদ শাহাজ উদ্দীন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক বেলাল হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহফুজুর রহমান রাকিব প্রমুখ।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, তিন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহগুলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। কীভাবে শ্রমিকরা ভবন থেকে পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।ভোরের আকাশ/হ.র
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় মাছ ধরার সময় তিন যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে তাদের পরিবার। ঘটনার সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ সদস্যরা।আটককৃতরা হলেন: সোহাগ মিয়া (২৩), পিতা আনু মিয়া, সঞ্জরপুর গ্রাম, মাসুক রহমান মন্টুরি (২০), পিতা জালাল মিয়া, হরিপুর গ্রাম, সিপার আহমদ (২২), পিতা তৈয়ব আলী ডাগা মিয়া ।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের দিকে ওই তিন যুবক বাংলাদেশ অংশের হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ১৫-২০ জন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশে প্রবেশ করে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের ভেতরে নিয়ে যায়। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকে কিছু বুঝে ওঠার আগেই তাদের ধরে নিয়ে যায়।আটক মাসুক রহমানের ভাই ময়নুল মিয়া বলেন, ‘আমার ভাইসহ তারা তিনজন বাংলাদেশ সীমানার ভেতরে মাছ ধরছিল। হঠাৎ বিএসএফ এসে ধরে নিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে বিজিবিকে জানাই।’শরীফপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া বলেন, ‘ওরা মাছ ধরতে গিয়েছিল বলে শুনেছি। এরপর বিএসএফ এসে ধরে নিয়ে গেছে। বিজিবিকে জানানো হয়েছে।’কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমদ বলেন, শরীফপুর সীমান্ত থেকে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে গেছে, বিষয়টি আমরা জেনেছি। স্থানীয় বিজিবি ক্যাম্প বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে। ভোরের আকাশ/হ.র
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম মোরসালিন (২৫)। তিনি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বদলখাঁ গ্রামের রশিদুল ইসলামের ছেলে।শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালের ময়নাতদন্ত শেষে মোরসালিনের মরদেহ নিজ গ্রামে আনা হয়। এসময় তাকে একনজর দেখতে ভিড় করেন আশপাশের লোকজন।এরআগে গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বুধবার (১৬ জুলাই) বিকেলে বাড়ি থেকে বেরিয়ে বালাসীঘাটে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, মোরসালিন বারবার নদীতে নেমে সাঁতার কাটছিলেন। আশপাশের লোকজন তাকে নিষেধ করলেও তিনি শুনছিলেন না। এক পর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হন। পরদিন বিকেলে তার মরদেহ ভেসে ওঠে।নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, মোরসালিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে চলতি বছরের ৩ জুলাই তাকে বাড়িতে আনা হয়। তিনি এসএসসি পাস করেছিলেন এবং পরিবারের বড় সন্তান ছিলেন। তার বাবা রশিদুল ইসলাম ঢাকায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।মোরসালিনের দাদা চাঁন মিয়া বলেন, 'মানসিক সমস্যার কারণে সে এমনটি করেছে। কয়েকদিন আগে দেখা হলে বলেছিল ভালো আছে, এমনকি বিয়ের কথাও বলেছিল।বাদ মাগরিব জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মোরসালিনকে।'ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান জানান, নদী থেকে মরদেহ উদ্ধারের পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা তা বালাসীঘাট নৌ ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোরের আকাশ/হ.র
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মাদকাসক্ত যুবক মো. নূরুল আমীনের (১৯) অত্যাচারে অতিষ্ট হয়ে ১৮ জুলাই শুক্রবার দুপুরে তাকে পিটিয়ে হত্যা করেছে সহোদর বড় ভাই বনি আমীন। তারা দুজন ওই গ্রামের মো.শাহজাহানের ছেলে।উপজেলার বারিষাব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাবুল হোসেন জানান, সেলদিয়া গ্রামের হতদরিদ্র শাহজাহানের (৬০) ভিটা-মাটি ছাড়া আর তেমন কোনো জায়গা-জমি নেই। তিনি ও তার স্ত্রী আশপাশের কয়েক গ্রামের লোকজনের মাটি কেটে জীবিকা নির্বাহ করেন। অনেক কষ্টে টাকা জোগাড় করে কয়েক বছর আগে বড় ছেলে বনি আমীনকে সৌদি আরবে শ্রমিক ভিসায় পাঠিয়েছিলন। গত দুই মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। আর ছোট ছেলে নূরুল আমীন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের সব জিনিস ও কাপর চোপরও বিক্রি করে দিত এবং লোকজনের সাথে দুর্ব্যবহার করতো। বিশেষ করে তার নেশা ধরলে পিতার কাছে টাকা চেয়ে না পেলে সবকিছু ভাংচুর করত এবং তার পিতা মাতাকেও মারধর করতো।নিহতের পিতা মোঃ শাহজাহান জানান, তার মাদকাসক্ত ছেলে নূরুল আমীনকে ভালো করতে দুই দফায় প্রায় তিনমাস মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন। সব খরচই তার প্রবাসী বড় ছেলের পাঠানো টাকা থেকে হয়েছে। কিন্তু বাড়ি ফিরে এসেই আবার মাদক সেবন শুরু করে। শুক্রবার সকালেও নূরুল আমীন তার কাছে মাদক কিনতে দুই হাজার টাকা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় সে বাড়িতে ভাংচুর শুরু করলে তিনি ভয়ে বাড়ি থেকে চলে যান। পরে সে তার মায়ের কাছে টাকা দাবি করে গালিগালাজ করতে থাকলে বড় ভাই এসে তাকে বেধরক পিটুনি দিয়ে ঘরে আটকে রাখে। পরে দুপুরের দিকে ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন। ভোরের আকাশ/হ.র