৫ দফা দাবি কাউখালীতে জামায়াতে ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে পরিণত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম। বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, জেলা জামায়াতের নেতা মাওলানা জাকির হোসেন, কাউখালী সদর ইউনিয়ন জামায়াতের আমির টিএম রেজাউল করিম, শিয়ালকাঠি ইউনিয়নের জামায়াতের আমির মৌলভী আনোয়ার হোসেন, জামাত নেতা আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত এবং গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা জরুরি।সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভোরের আকাশ/হ.র
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৯ পিএম
পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ মিছিল
পিরোজপুরে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।শনিবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু'র ব্যবস্থাপনায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায় কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন।এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা গতকালকে দেখেছেন একটি কুচকি মহল স্বাধীনতা বিরোধী শক্তি মিছিল করেছে পিয়ার পদ্ধতি চায়। পিয়ার পদ্ধতির নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। জনগণ পিয়ার পদ্ধতির নির্বাচন বোঝেনা। মানুষ কি আর পদ্ধতি চায় না। ভোট দেবে পিরোজপুরে নেতা হবে দিনাজপুরে এমন পদ্ধতিতে নির্বাচন আমরা চাই না। অবিলম্বে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে রক্ষা করতে নির্বাচনের কোন বিকল্প নেই। তাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে অবশ্যই যথাসময়ে নির্বাচন করতে হবে।ভোরের আকাশ/জাআ
২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১১ পিএম
পিরোজপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর ওপর হামলায় জড়িতদেরকে গ্রেফতার করে বিচারের দাবীতে পিরোজপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে শহরের খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ মিছিল করা হয়। এতে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল ও জেলা সভাপতি ইমরান খান রাসেলসহ আরও অনেকে।বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলায় যৌথ বাহিনীসহ যারা জড়িত রয়েছে সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। এর আগে দিনব্যাপী শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি কনভেনশন হলে নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া ও নবগঠিত পিরোজপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এসময় দলের জেলা ও উপজেলার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোরের আকাশ/জাআ
২০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৬ পিএম
রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ তিন দিনের আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি দল। অন্য দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো। বিক্ষোভের আগে রাজধানীর বাইতুল মোকাররম ও প্রেসক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করবে এই সাতটি দল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জানা গেছে, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস। এতে নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা মামুনুল হক।খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।আবার একই সময়, একই স্থানে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল ৪টায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।দাবিগুলো হলো-জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয়কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা।বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।ভোরের আকাশ/মো.আ.
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৬ এএম
শ্রীপুরে মসজিদের ইমামের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
গাজীপুরের শ্রীপুরে এক মসজিদের ইমামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বড়বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে টেংরা বাজারে স্থানীয় আলেম সমাজ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।আহত ইমাম হাফেজ মো. হুজাইফা ময়মনসিংহের ত্রিশালের কানিহারি গ্রামের মাওলানা ইব্রাহিম খলিলের পুত্র। তিনি গত এক বছর ধরে কমিটির নিয়োগপ্রাপ্ত হয়ে ওই মসজিদে ইমামতি করে আসছেন।ইমাম হুজাইফা জানান, শুক্রবার সকালে মসজিদে কাজ করার সময় সকাল ১০টার দিকে টেংরা গ্রামের মৃত ইয়াকুব আলী চেয়ারম্যানের পুত্র বিপুল মণ্ডল তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। তিনি প্রতিবাদ করলে বিপুল মসজিদের ভেতর থেকে তাকে টেনে হিঁচড়ে বাইরে এনে কিল-ঘুষি মারতে থাকে। স্থানীয় মোজাম্মেলসহ কয়েকজন এগিয়ে এলে বিপুল সেখান থেকে চলে যায়।প্রত্যক্ষদর্শী মোজাম্মেল বলেন, “রাস্তা দিয়ে যাওয়ার সময় হুজুরকে মারতে দেখি। আমরা প্রতিবাদ করলে বিপুল পালিয়ে যায়।”বিকালের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন টেংরা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ, ইমাম টেপিরবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ, সুতামপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম উদ্দীন, মুন্সিবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা নাইম এবং তেলিহাটি জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর।এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ভোরের আকাশ/হ.র
১৫ আগস্ট ২০২৫ ০৭:৪২ পিএম
৭ দফা দাবি আদায়ে বড় শোডাউন জামায়াতের
রাজধানীতে আবারও বড় শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শক্তির জানান দিয়েছে দলটি।বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকি এলাকায় সমাবেশের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা পরিবেশন করেন ইসলামি সঙ্গীত।সমাবেশটি সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা এ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।এরপর শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে কাকরাইলের দিকে যাত্রা করে। হাজার হাজার মানুষের স্লোগানে প্রকম্পিত হয় নগরীর রাজপথ।মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাজধানীতে বড় শোডাউন করে জামায়াত। ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মীকে জড়ো করে জামায়াতে ইসলামী।ভোরের আকাশ/এসএইচ
১৩ আগস্ট ২০২৫ ০৯:৪৯ পিএম
বুধবার রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিলের ডাক
‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এ কর্মসূচি পালন করার কথা জানিয়েছিল জামায়াত।এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে সফল করার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে দলটি।তবে সোমবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, অনিবার্য কারণবশত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আগামীকাল ১২ আগস্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল আগামী ১৩ আগস্ট বুধবার একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে।ভোরের আকাশ/জাআ
১১ আগস্ট ২০২৫ ১০:২৬ পিএম
সাতকানিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
সাতকানিয়া উপজেলার কেরানীহাটে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (১ আগস্ট) শুক্রবার দুপুরে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম দক্ষিণ ছাত্রশিবিরের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বক্তারা জুলাই গণহত্যার বিচার দাবি করেন। তারা বলেন, “জুলাই গণহত্যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এ ঘটনার সুষ্ঠু বিচার ছাড়া জাতি কখনো দায়মুক্ত হবে না।”বক্তারা আরও অভিযোগ করেন, গণহত্যার শিকার শহীদদের রক্তের ঋণ এখনো পরিশোধ হয়নি। তারা অবিলম্বে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে উপস্থিতি ছিলেন, চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। ভোরের আকাশ/হ.র
০১ আগস্ট ২০২৫ ১১:২৯ পিএম
গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোটা দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে অপপ্রচার, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে গাজীপুর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে নাওজোড় এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক ছাত্রের নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিক্ষোভ সমাবেশে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে কিছু গুপ্ত সংগঠন। এর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে।তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার এই ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় গাজীপুর মহানগরসহ দেশের সকল জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।মিরন বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হচ্ছে। এসব অপচেষ্টা গুপ্ত রাজনৈতিক চক্রান্তের অংশ।গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিচারবহির্ভূতভাবে জনতাকে ব্যবহার করে ‘মব জাস্টিস’-এর ঘটনা ঘটছে। ব্যবসা-বাণিজ্যে লুটপাট চলছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। সরকারের নির্লিপ্ততায় মানুষের জীবন-সম্পদ আজ নিরাপদ নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আবারও সক্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন স্থানে অপকর্ম চালাচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতার জ্বলন্ত প্রমাণভোরের আকাশ/এসএইচ
২০ জুলাই ২০২৫ ০৮:৪১ এএম
গাজীপুরে ছাত্রদল নেতা মোমিনুর রহমানের উদ্যোগে বিক্ষোভ মিছিল
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে গাজীপুরের গাছা থানার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গাছার বড়বাড়ি মির্জাপুর ফিলিং স্টেশনে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা জড়ো হন। পরে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বোড বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শুভ দাস, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, হৃদয় মাহমুদ শুভ, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন হৃদয়,টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক পারভেজ, গাছা মেট্রো থানা ছাত্রদলের সাবেক সদস্য আতিক উল্লাহ খান, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক সাগরসহ হাজারো ছাত্রদলের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা মোমিনুর রহমান বলেন, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈনিকেরা রাজপথে কঠোর আন্দোলন করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছিল। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ছাত্র নেতারা এক সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করে এই আন্দোলন সংগ্রাম সফল করেছি। কিন্তু ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।ভোরের আকাশ/এসএইচ
১৯ জুলাই ২০২৫ ০৮:১৯ পিএম
পিরোজপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা চত্বরে এসে শেষ হয়। কর্মসূচিতে জেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, সাধারণ সম্পাদক মানি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নওশাদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, শহীদ জিয়াউর রহমান আমাদের ইতিহাসের গৌরবময় অংশ। তাঁর ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ রাজনৈতিক শিষ্টাচারবিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননার শামিল। তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। তাঁর বিরুদ্ধে কটূক্তি মানে দেশের জনগণকে অপমান করা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সমাবেশে নেতৃবৃন্দ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।ভোরের আকাশ/এসএইচ