নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫ ০২:২৩ পিএম
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন এক মা। শনিবার দিবাগত রাতে উপজেলার বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত জাবের হোসেনকে আটক করেছে পুলিশ।
নিহত মায়ের নাম নারীর নাম শামসুন্নাহার (৭০)। তিনি উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, মৃত নুরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জাবের হোসেন (২৮) একজন মাদকসেবী। তার বড় ভাই বিদেশে থাকেন। বাড়িতে মা-ছেলে একসঙ্গে বসবাস করতেন। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। শনিবার (৩ মে) দিবাগত রাতের কোনো এক সময়ে জাবের হোসেন তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাকে হত্যা করে সারারাত একই রুমে অবস্থান করেছিলেন তিনি। মৃত মায়ের একটি হাত ভাঙা এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভিতরে তার মাকে দরজার হাতলে ঠেস দিয়ে হত্যা করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।
ভোরের আকাশ/আজাসা