বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ০৮:০৭ পিএম
শার্শায় যু্বককে চুরিকাঘাতে হত্যা, গ্রেফতার ২
যশোরের শার্শায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সবুজ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে রাজু হোসেন (২২) নামে অপর এক যুবক।
এ ঘটনায় ২জন গ্রেপ্তার হয়েছে।
বুধবার (৪ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নাভারণ খাজুরা এলাকার নেহা ফিলিং স্টেশন এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
এ ঘটনায় হত্যার প্রধান আসামি সোহেল রানা ও নূরনবী বাবু নামে অপর একজন সহ দুইজন আসামীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। আসামী নূরনবী বাবু দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, নিহত সবুজ, রাজু ও তাদের সঙ্গী কালু উপজেলার নাভারণ খাজুরা এলাকার নেহা ফিলিং স্টেশনের বিপরিত পাশ্ববর্তী মাঠের রাস্তায় অবস্থান করছিলো। এসময় মাদক ব্যবসায় নিয়ে সোহেল রানা ও আলামিন নামে দুইজন ঘটনাস্থলে আসলে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।
একপর্যায়ে সোহেল রানা তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে সবুজের বুকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় সবুজকে বাঁচাতে গিয়ে রাজু গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সবুজ ও রাজুর সঙ্গী কালু ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে সবুজ ও রাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এসময় হত্যাকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনার ৯ ঘন্টার মধ্যে আসামীদেরকে আটক করতে সক্ষম হয়। তবে হত্যাকান্ডের প্রধান আসামি সোহেল রানার সাথে থাকা আলামিন নামে অপর এক আসামি পলাতক রয়েছে। পুলিশের জিজ্ঞেসাবাদে আলামিন জানায় সে মাদক ব্যবসার পাশাপাশি প্রশাসনের সোর্স হিসাবে কাজ করতো।
নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, মাদক সংক্রান্ত বিষয়ের সূত্র ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত সবুজ হোসেন'র স্ত্রীর মামলায় ঘটনাস্থল থেকে পাওয়া মোবাইলের সূত্র ধরে আমরা হত্যার প্রধান আসামিসহ দুইজনক গ্রেফতার করতে সক্ষম হয়েছি।হত্যাকান্ডে জড়িত অপর একজন পলাতক রয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/আজাসা