× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ০৬:৪৭ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, পরিবেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী জানান, ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোড় এলাকার একাধিক হোটেল ও খাবারের দোকানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শনের ব্যর্থতার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নিমতলা মোড়ের রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করাসহ বাসি খাবার রাখার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মো.ইসাহাক আলী মোবাইল কোর্টে ভোক্তা অধিকার আইনে ৪৩ ও ৫২ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এদিকে দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন মুন্সি হোটেলে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ২৫০০ হাজার টাকা এবং ফেমাস ফার্মেসিতে ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

অভিযানে যুক্ত ছিলেন জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সুমঙ্গল চন্দ্র রায়।

এ সময় সঙ্গে ছিলেন জেলা পুলিশ ফোর্স, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এরশাদ আলী, ফুলবাড়ী উপজেলার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রুবেল ইসলাম।

উপজেলা প্রশাসন ও দিনাজপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
 খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

সংশ্লিষ্ট

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামে ‘ছ’ মিলের করাতে কাটা পরে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামে ‘ছ’ মিলের করাতে কাটা পরে শ্রমিকের মৃত্যু

চিতলমারীতে শতাধিক পরিবার বৃষ্টিতে জলাবদ্ধ

চিতলমারীতে শতাধিক পরিবার বৃষ্টিতে জলাবদ্ধ

গোবিন্দগঞ্জে গাঁজা বহনকারী মাদক কারবারি গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে গাঁজা বহনকারী মাদক কারবারি গ্রেপ্তার