আবুল কাশেম, জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫ ০৮:১৭ এএম
জামামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের কাচারীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. নাজমুস সাকিব।
তিনি আরও বলেন, “গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে শহরের কাচারীপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ অগাস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।”
এদিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে। তিনি ২০১৯ সালে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মেলান্দহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ
আবুল কাশেম, জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ৬ ঘন্টা আগে
আপডেট : ৬ ঘন্টা আগে
জামামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের কাচারীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. নাজমুস সাকিব।
তিনি আরও বলেন, “গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে শহরের কাচারীপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ অগাস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।”
এদিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে। তিনি ২০১৯ সালে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মেলান্দহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ