পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫ ১১:৫০ এএম
পাথরঘাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়কে সাঁকো নির্মাণে নৌবাহিনীর উদ্যোগ
বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ও কাঠালতলী সংযোগ সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশসহ বেড়িবাঁধ ভেঙে পড়েছে। এতে এলাকার অন্তত ছয়টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়।
গত ২৯ মে, যখন সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর মানিকখালী এলাকায় বেড়িবাঁধের একটি বড় অংশ ভেঙে যায়। এতে নাচনাপাড়া ও কাঠালতলী ইউনিয়নের মধ্যে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে রবিবার (১জুন)বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্টের উদ্যোগে ক্ষতিগ্রস্তস্থানে অস্থায়ী সাঁকো নির্মাণ শুরু হয়। নৌবাহিনীর লেফটেন্যান্ট মাসরুর সালেকিন মারুফ(পি নং ৩৭৪২)- এর নেতৃত্বে ২৪ সদস্যের একটি দল স্থানীয়দের সহযোগিতায় এই সাঁকো নির্মাণে অংশ নেয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের ৮ আগস্ট মানিকখালী গ্রামের কিছু ব্যক্তি পানি সংকট নিরসনের জন্য বেড়িবাঁধের একটি অংশ কেটে ফেলেন। এরপর স্থানীয়দের দাবির প্রেক্ষিতে প্রশাসনের সহায়তায় পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধটি মেরামতের জন্য টেন্ডার আহ্বান করে। তবে অজ্ঞাত কারণে কিছুদিন পর কাজ বন্ধ হয়ে যায়, যা এ দুর্যোগের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, যদি অবিলম্বে টেকসই বেড়িবাঁধ এবং ভেঙে যাওয়া রাস্তাটি পূর্ণাঙ্গভাবে পুনঃনির্মাণ না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে এলাকাবাসীকে।
ভোরের আকাশ/আজাসা