কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ০৯:৩০ এএম
ছবি : ভোরের আকাশ
অবৈধ অস্ত্র উদ্ধার, মব ভায়োলেন্স ও চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক।
রোববার (১৩ জুলাই) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি রয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজারসহ সারাদেশের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত বীরযোদ্ধাদের সুস্থতা কামনা করেন। এ ছাড়া জুলাই যোদ্ধাদের প্রতি তিনি সম্মান জানান তিনি।
গত মঙ্গলবার কক্সবাজার সাগরে গোসল করতে নেমে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দু:খ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার অভিযানে বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তর কাজ করছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমির নূর আহমেদ আনোয়ারী, শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ছাত্র প্রতিনিধি সাহেদুল ওয়াহিদ সাহেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পলিথিন নিষিদ্ধ ও পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণ, সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বিপজ্জনক স্থান চিহ্নিতকরণ, ভূমি সংক্রান্ত নির্ধারিত অতিরিক্ত কর আদায়, যানজট ও জলাবদ্ধতা নিরসন, যাত্রীবাহী পরিবহণ সংশ্লিষ্টদের হয়রানি রোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ভোরের আকাশ/এসএইচ