ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের ওপর গুরুদায়িত্ব এসেছে। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ‘মওলানা ভাসানী সেতু’র উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং রাজনীতিকে জনগণের কল্যাণমুখী ধারায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে তিস্তা নদীর ওপর নির্মিত ১,৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ বাংলাদেশের সরকারের (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)-এর আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে। এর ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। দুই লেনবিশিষ্ট এই প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুর প্রস্থ ৯.৬০ মিটার এবং মোট স্প্যান ৩১টি। সেতু সংলগ্ন উন্নত রোড নেটওয়ার্ক শিক্ষার, স্বাস্থ্যসেবার ও কর্মসংস্থানের উন্নয়নে সহায়তা করবে।
এ ছাড়া, কৃষিজাত ও শিল্প পণ্য পরিবহন সহজ হবে, স্থানীয় ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। নতুন এই পরিবহন করিডোরের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী স্থলবন্দরের দূরত্ব ৪০–৬০ কিলোমিটার পর্যন্ত কমে যাবে। ফলে এটি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
খুলনার দাকোপ উপজেলার ঢাকি নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। তলিয়ে গেছে পুকুরের মাছ ও ফসলের ক্ষেত। মঙ্গলবার রাত থেকে এ পরিস্থিতি অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের ঢাকি নদের প্রবল জোয়ারে প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে গেছে। এতে আশপাশের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ে এবং শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পুকুরের মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।জানা যায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয়দের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা বাঁধ সংস্কারের চেষ্টা করলেও তা সফল হয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, ৩১ নম্বর পোল্ডারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আগেভাগে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এখন বহু গ্রাম তলিয়ে গেছে।তারা অভিযোগ করে বলেন, বাঁধ রক্ষণাবেক্ষণে অবহেলার কারণেই আজ তারা এ বিপর্যয়ের মুখে পড়েছেন।দ্রুত বাঁধ মেরামত না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, সকাল থেকে বাঁধ মেরামতের চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। জোয়ারের কারণে পানি আটকানো যাচ্ছে না, ভাটার সময় আবারও মেরামতের চেষ্টা করা হবে। আশা করছি, পরবর্তী জোয়ারের আগেই বাঁধটি ঠিক করা সম্ভব হবে।ভোরের আকাশ/মো.আ.
গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-৩ এর অ্যালাইনমেন্টের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এতে আরও বলা হয়, এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।ভোরের আকাশ/মো.আ.
“চ্যালেঞ্জ দেখে ভয় পাওয়া যাবে না; বরং তা মোকাবিলা করেই জীবনে সফলতা অর্জন করতে হবে।” — এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।বুধবার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ বছরের প্রতিপাদ্য ছিল— “আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আজকের কন্যাশিশুরা আগের তুলনায় অনেক বেশি সচেতন ও আত্মপ্রত্যয়ী। তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসছে— যা সমাজে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। দেশ গঠনে নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা প্রমুখ।আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডের ১০ জন প্রশিক্ষণার্থীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। নারীর আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বিতার প্রতীক হিসেবে এই উদ্যোগকে উপস্থিত সবাই প্রশংসা করেন।ভোরের আকাশ//হ.র
চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকাসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় বুধবার (৮ অক্টোবর) সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ইলিশ মাছ ও ২টি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা সহ ১৭ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ১ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।পরবর্তীতে জব্দকৃত জাল চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে বিনষ্ট ও জব্দকৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত নৌকা চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট ও আটক ১৬ জেলেকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।ভোরের আকাশ//হর