× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ০৭ মে ২০২৫ ০৭:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি (পাস কোর্স) করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা। 

বুধবার (৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

জানা যায়, নার্সিং শিক্ষার্থীরা ‘এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (সম্মান) সমমান চাই’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের সামনে জড়ো হন। পরে জেলা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে কিছুক্ষণ অবস্থান নেন। পরে শহরের টি.এ রোড প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। 

কর্ম সূচিতে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট, তিতাস নার্সিং কলেজ ও ইউনাইটেড নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন।  

শিক্ষার্থীরা জানান, ৩ বছর ডিপ্লোমা সম্পন্নের পরও আমাদের এইচএসসি সমমানের মূল্যায়ন করা হয়। এটা স্রেফ বৈষম্য ছাড়া আর কিছুই নয়। 

জেলা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মো. আরিফ বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাসকোর্স) করার দাবির কথা উল্লেখ করা হয়। আমাদের দাবি যৌক্তিক এবং মেনে নেয়া হবে বলে আশ্বাস দেয়া হলেও এর কোনো অগ্রগতি নেই। 

আয়োজকরা জানান, নার্সিং শিক্ষার্থীরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান না করলে সারাদেশে তাদের আন্দোলন আরো বেগবান করবে। তাদের যৌক্তিক দাবিকে মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান শিক্ষার্থীরা।

ভোরের আকাশ/আমর 

  • শেয়ার করুন-
 আ.লীগের বিচার ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন হাসনাত

আ.লীগের বিচার ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন হাসনাত

সংশ্লিষ্ট

কুঠিবাড়ি ঘিরে উৎসবের আমেজ

কুঠিবাড়ি ঘিরে উৎসবের আমেজ

মৌলভীবাজার সীমান্তে  ১০৩ ভারতীয় অনুপ্রবেশ

মৌলভীবাজার সীমান্তে ১০৩ ভারতীয় অনুপ্রবেশ

বিচারপতি আকরাম হোসেন চৌধুরী নারায়ণগঞ্জ জেলা জজ আদালত পরিদর্শন

বিচারপতি আকরাম হোসেন চৌধুরী নারায়ণগঞ্জ জেলা জজ আদালত পরিদর্শন

পদ্মার এক কাতলা ৪০ হাজার টাকায় বিক্রি

পদ্মার এক কাতলা ৪০ হাজার টাকায় বিক্রি