বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ০৩:২৩ পিএম
সংগৃহীত ছবি
ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এ সময় হরিণের মাংসসহ দুইজন আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন- আব্দুস ছালাম (৪০) ও মো. জাকারিয়া (২৫)।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা টহল দিচ্ছিল। এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি শুরু করে টহলদল। এ সময় ঢাকাগামী একটি বাসের সাইট বক্সের ভেতর তল্লাশি করে বস্তাবন্দী ককশিটে ১০ কেজি হারিণের মাংস উদ্ধার করা হয়। হাতে নাতে আটক করা হয় দুই পাচারকারীকে।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, হরিণের মাংসসহ আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে ঢাকা যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/জাআ