গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৬:১৬ পিএম
বেনাপোলে আটক যুবলীগের কেন্দ্রীয় নেতাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে আটক যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক জামিল আহম্মেদকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামিল আহম্মেদ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে। হস্তান্তরের পর জামিল আহমেদের নামে মামলা থাকায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলামকে মঙ্গলবার (২০ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৯ মে) উপজেলার বালুয়া বাজার থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে থানায় মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জামিল ও নজরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জাআ