চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ০১:৫৮ পিএম
ছবি : ভোরের আকাশ
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ বাস্তবায়ন উপলক্ষ্যে দিনব্যাপী বাগেরহাটের চিতলমারী উপজেলার আইডিয়া বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তাপস পাল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার, উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার শিশির কুমার দাস, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুনসী, উপজেলা শিক্ষা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, চিতলমারী সরকারি এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাপস কুমার খান, চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা যুগ্ম আহবায়ক শেখ রহমতুল্লাহ, উত্তরণে এনজিও প্রতিনিধি আশুতোষ মিস্ত্রিসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠনের আয়োজনে, বাস্তবায়ন ছিলেন জেলা পরিষদ বাগেরহাট।
ভোরের আকাশ/এসএইচ