টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪ পিএম
ছবি: ভোরের আকাশ
কোন ধরনের তদবির বা নেই মোটা অঙ্কের টাকার লেনদেন। নিজের মেধা ও যোগ্যতায় বলে মাত্র ১২০ টাকায় পুলিশ বাহিনীতে যুক্ত হতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন টাঙ্গাইলে কৃষক, শ্রমিক, দিনমজুর ও রিকশা চালকের ৫০ জন ছেলে-মেয়ে ।
রোববার (৩১ আগস্ট) রাতে টাঙ্গাইল পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে নিয়োগ কমিটির সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি জেলা পুলিশের পক্ষ থেকে চূড়ান্তভাব উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় শতভাগ যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিকভাবে আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে তাদেরকে পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ঢাকা মো. মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) গাজীপুর মাহবুবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ টাঙ্গাইল জেলা হতে আবেদনকারী প্রার্থীদের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পুরুষ ৩০৭৩ জন ও নারী ২৩৯ জন'সহ মোট ৩৩১২ জন প্রার্থীকে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে বাছাই করা হয়। গত ১০ আগস্ট শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পুরুষ ১৫০৩ জন ও নারী ৪৮ জনসহ মোট১৫৫১ জনকে প্রার্থী যোগ্য বিবেচিত করা হয়।
এরপর ১১ আগস্ট ১৫৫১ জন প্রার্থীর মধ্যে শারীরিক সহনশীলতা পরীক্ষায় পুরুষ ১২১৩ জন ও নারী ৪১ জনসহ মোট ১২৫৪ জন প্রার্থী যোগ্য বিবেচিত হয়। এরপর ১২ আগস্ট শারীরিক সহনশীলতা পরীক্ষায় পুরুষ ৭২৮ জন ও নারী ৩৯ জনসহ মোট ৭৬৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হয়।
গত ২৩ আগষ্ট লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত ৭৬৭ প্রার্থীর মধ্যে পুরুষ ৭১৯ ও নারী ৩৮ জনসহ সর্বমোট ৭৫৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ৫০ জন প্রার্থী টিআরসি পদে নিয়োগযোগ্য এবং ১০ জন অপেক্ষমাণ হিসেবে বিবেচিত বলে ফলাফল ঘোষণা করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শতভাগ স্বচ্ছতা, তদবির ও উৎকোচ ছাড়াই টাঙ্গাইলে ৫০ জন ছেলে মেয়েকে চূড়ান্তভাবে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচন করা হয়েছে। এরা সবাই নিম্নবিত্ত পরিবারের সন্তান। তারা মাত্র ১২০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করেই এই চাকরি পেয়েছেন।
মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তারা আজ বাংলাদেশ পুলিশের সদস্য হতে পেরেছেন। এই চাকরি পেতে তাদের তিনটি ধাপ পার হতে হয়েছে। এরপর তাদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়েছে। তারপর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে তারা নির্বাচিত হয়েছেন। স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষার মাধ্যমে ৫০ জনকে মেধা তালিকায় চূড়ান্ত করা হয়েছে এবং ১০ জনকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.