আওয়ামী লীগ নেতার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি কুদরত এলাহীকে গ্রেফতার ও বিচারের দাবিতে টাঙ্গাইলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে টাঙ্গাইল সমবায় মার্কেটে ব্যবসায়ীরা এ সাংবাদিক সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক রাহেলা জাকির। তিনি অভিযোগ করে বলেন, সারা দেশের মতো টাঙ্গাইল সমবায় ব্যাংক এর সভাপতি পদ দখল করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদরত ইলাহী কোটি কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংকটি ধ্বংস করে দিয়েছেন। একই সাথে ব্যাংকের সমবায় সুপার মার্কেট উন্নয়নের নাম করে মার্কেটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। তারা আরো বলেন, সেখানে দশ তলা মার্কেট নির্মাণের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। মার্কেটের দোকান হারিয়ে অনেকে আজ পথে বসেছে। ইতিমধ্যে অন্তত ৩০ জন দোকান মালিক মানবেতর জীবন যাপন করে মৃত্যুবরণ করেছেন। এ অপকর্মের ঘটনায় দুর্নীতিবাজ কুদরত এলাহীর নামে অভিযোগ জমা দেওয়া হয়েছে।ভোরের আকাশ/জাআ
১৯ জুলাই ২০২৫ ০৪:০৬ পিএম
টাঙ্গাইলে স্কুল-কলেজে বিনামূল্যে চারা বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের পূর্ব দেলধা প্রাথমিক বিদ্যালয় ও গোপাল কেউটিল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ জুলাই) ইউনিয়নের স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন মাহমুদ, যুবদল নেতা হাবিবুর রহমান, মহিলাদল নেত্রী শাহনাজ পারভীন, সোনিয়া হামজা, নাসরিন আজাদ, রওশনারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
১৫ জুলাই ২০২৫ ০৫:৪১ পিএম
সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাহাদিপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মো. জিয়াউর রহমান। এদের মধ্যে মো. জিয়াউর রহমান পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান হারুনের আপন ছোট ভাই।এর আগে সোমবার রাতেই অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে তাদের সাময়িক বরখাস্ত করে সংযুক্ত করা হয়।সূত্র জানায়, গত ৫ আগস্ট মো. জিয়াউর রহমান সহকারী উপ-পরিদর্শক হিসেবে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যোগ দেন। অভিযানে অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে শামীম আল আজাদ নামে আরও একজন সহকারী উপ-পরিদর্শক রয়েছেন, যিনি আদালতের প্রসিকিউশন শাখায় যোগ না দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। ভুক্তভোগী সাবেক কাউন্সিলর ছালেহা বেগম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ (জিডি) করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৮ জুন সকালে অধিদপ্তরের লোকজন তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক না পেয়ে গাড়ির তেলের খরচ বাবদ ২০ হাজার টাকা দাবি করে। তিনি প্রথমে ১০ হাজার টাকা দেন, পরে আরও ১০ হাজার টাকা পাঠাতে বলেন কর্মকর্তারা। কিছুক্ষণ পর তারা আবার তার ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে এবং নাটকীয়ভাবে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখান।অভিযোগে আরও বলা হয়, অভিযানের সময় কর্মকর্তারা ছালেহা বেগমের আলমারি থেকে নগদ ৬ লাখ ৬৬ হাজার টাকা এবং তার ছেলের ঘরের আসবাবপত্র এলোমেলো করে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে নেয়। টাকা নেওয়ার কারণ জানতে চাইলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ভিডিও রেকর্ডের মাধ্যমে তাদের বক্তব্যও নেয়া হয়।ছালেহা বেগম বলেন, শামীম আল আজাদ সবচেয়ে বেশি নির্যাতন করেছে। হাত ধরে টানাহেঁচড়া, লাঠি দিয়ে ভয় দেখানো, লুকানো টাকা হাতিয়ে নেয় শামীম। তার কঠিন বিচার চাই। শুধু সাময়িক বহিষ্কারে আমি খুশি নই, লুট হওয়া টাকা ফেরতেরও দাবি জানাই।এ বিষয়ে উপ-পরিচালক আবুল হোসেন বলেন, অভিযানের নামে টাকা লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, গত ১৮ জুনের অভিযানে ছালেহা বেগমের বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
০৯ জুলাই ২০২৫ ০৯:৫৭ পিএম
টাঙ্গাইল জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত নানা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কারাগারের জেল সুপার মো: শহিদুল ইসলাম।ছবি-ভোরের আকাশকর্মসূচির উদ্বোধন করে জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু, চিকনগুনিয়া সহ মশাবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কারা মহাপরিদর্শকের নির্দেশে জেলা কারাগারে মশা নিধনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই কর্মসূচিতে কারাগারের বন্দি সহ সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।ছবি-ভোরের আকাশতিনি জানান, মশা নিধনে ফগ মেশিন, ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কাস্তে এবং ড্রেন ও নর্দমা পরিষ্কারে কোদাল ব্যবহার করা হচ্ছে। জলাবদ্ধ স্থানগুলো থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় যুবকরাও কারাগারের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করছে।এ সময় টাঙ্গাইল কারাগারের জেলার মো. হাবীবুর রহমান, ডেপুটি জেলার আবুল কালাম আজাদ, সার্জেন্ট মো. আবুল হোসেন, সহকারী সার্জন ডা. আবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
০৮ জুলাই ২০২৫ ০৬:৪১ পিএম
টাঙ্গাইলে ৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ
“একটি শিশু, একটি স্বপ্ন- ফুলের সাথে বিকাশিত হোক আগামীর প্রজন্ম” এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে ১ হাজার ৬২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পৌর শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোমলমতি শিশুদের নিয়ে কৃষ্ণচূড়া, জারুল গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) সঞ্জয় কুমার মহন্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/আজাসা
২৫ জুন ২০২৫ ০৩:১০ পিএম
টাঙ্গাইলে উদ্ধার বন বিভাগের জমিতে বৃক্ষরোপণের উদ্যোগ
টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের উদ্ধার হওয়া ১৩ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হচ্ছে। মঙ্গলবার(২৪ জুন) বেলা ১১টায় সখীপুর বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী।এ সময় আরও উপস্থিত ছিলেন, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো: ইমরান হোসেন, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূইয়া প্রমূখ।বনবিভাগ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের অধীনে এমএম চালা বীট এলাকার বন আইনের ২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনের প্রায় ১৩ একর জমি গত ৩১ মে বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। মঙ্গলবার বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় প্রায় দুই শত শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু করে।সখীপুর এমএম চালা বিট কর্মকর্তা মো: রুমিউজ্জামান রুমি বলেন, দীর্ঘদিন ধরে জমি গুলো অবৈধ দখলে ছিল এ গুলো ২০ ধারায় গেজেট ভূক্ত সংরক্ষিত বনের জমি। এই জমিতে বন অধিদপ্তরে নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বনায়নের এ কাজ চলমান থাকবে।সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী,পুলিশ ও বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত ১৩ একর জমিতে ১১ হাজার বিভিন্ন বনজ ও ফলজের চারা রোপণ করা হবে। ভোরের আকাশ/আজাসা
২৪ জুন ২০২৫ ০৭:০৩ পিএম
টাঙ্গাইলে বন্ধুদের সাথে বেড়াতে এসে পানিতে ডুবে এক বন্ধুর মৃত্যু
টাঙ্গাইলের বাসাইলে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে জাহিদুল ইসলাম (১৭) নামের এক বন্ধুর মৃত্যু হয়েছে।বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিকনিক স্পর্ট বাসুলিয়ায় চাপড়া বিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করতো। তারা সাত জন বন্ধু মিলে বাসুলিয়ায় বেড়াতে এসেছিল।পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ ৭জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় বেড়াতে আসে। পরে দুপুরটার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে লাফ দিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা অপর বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।বাসাইল থানার (এসআই) ফরিদ আহমেদ বলেন, নিহতের লাশটি পুলিশ হেফাজতে রয়েছে।নিহতের পরিবার এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/এসএইচ
১১ জুন ২০২৫ ০৫:৫৩ পিএম
নির্মাণাধীন নতুন ভবনের কাজ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলের দেনদুয়ারে চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কাজ স্থগিতের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে দেলদুয়ার উপজেলার আতিয়া ইউনিয়নে কুমের পাড়া স্কুল প্রাঙ্গণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যারিস্টার গোলাম নবী, প্রফেসর আমিনুজ্জামান, অ্যাডভোকেট গোলাম হায়দার, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, বাহালুল ইসলাম, আটিয়া ইউনিয়নের মেম্বার আশরাফ হোসেন, মহিলা মেম্বার ফাহিমা আক্তার, আলমগীর হোসেন প্রমুখ।বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সরকারকে ভুলভাল বুঝিয়ে চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযের নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় আমরা নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। সেই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার কথা বিবেচনা করে সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনের নির্মাণ কাজ পুনরায় চালু করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।উল্লেখ্য, গত ১৯ মে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রকৌশলী আহমেদ তানজিব উল্লাহ সিদ্দিকী এর স্বাক্ষরিত একটি চিঠিতে জায়গা জটিলতার কারণ দেখিয়ে স্কুলটির নির্মানাধীন ভবনের কাজ বন্ধ রাখা নির্দেশ দেন।ভোরের আকাশ/এসএইচ
০৯ জুন ২০২৫ ১২:৫৩ পিএম
বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাজা সম্পন্ন
কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।রোববার সকালে নাসরিন সিদ্দিকীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকীর বাসায় নিয়ে আসা হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক সহকর্মী, সমর্থক, অনুসারী ও পরিবারের সদস্যরা এক নজর দেখার জন্য বাসায় ভিড় করেন।জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোকা বীর প্রতিক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল,টাঙ্গাইল জেলা জামায়াত ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।পরিবার সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বাদ আছর দ্বিতীয় জানাজার নামাজ শেষে নাসরিন সিদ্দিকীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।শনিবার (৭ জুন) দিবাগত রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।এর আগে গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে গত ২৩ মে মস্তিকে অস্ত্রপাচার হয়। ২২ মে থেকে তিনি অচেতন ছিলেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শনিবার দিবাগত রাত ১১টায় নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেন। এ সময় তাঁর পাশে স্বামী কাদের সিদ্দিকীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
০৮ জুন ২০২৫ ০৪:৪২ পিএম
টাঙ্গাইলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা দক্ষিণপাড়া খেলার মাঠে বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণ করে ধলেশ্বরী একাদশ বনাম লৌহজং একাদশ। ধলেশ্বরী একাদশ ৪-২ গোলে লৌহজং একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন বিজয়ী দলের অধিনায়ক মোঃ রাকিবুল ইসলাম। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা দর্শক উপভোগ করে খেলাটি। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি, বিজয়ী দলের হাতে রানার্স আপ ট্রফি এবং ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্য অনিক হাসান, জাহিদ হাসান প্রমুখ।বিজয়ী দলের অধিনায়ক ও পাঠাগারের পাঠক মোঃ রাকিবুল ইসলাম বলেন, আমরা কোথাও ঘুরতে যেতে পারি, ঈদে তেমন আনন্দ করতে পারি না। বাতিঘর আদর্শ পাঠাগার এ বছর ফুটবল খেলার আয়োজন করছে আমরা খুবই আনন্দিত হয়েছি।উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।ভোরের আকাশ/এসএইচ
০৭ জুন ২০২৫ ০৯:৪২ পিএম
টাঙ্গাইলে পবিত্র ঈদুল আযহা উদযাপিত
যথাযজ্ঞ মর্যাদায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায়ে টাঙ্গাইলে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।আজ শনিবার সকাল আটটায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহা'র জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলার প্রধান জামাতে ইমামতি করেন মুফতি সোলাইমান।এখানে ঈদের নামাজ আদায় করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।এছাড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো: শিহাব রায়হান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ।নামাজ শেষে দেশ-জাতির কল্যান কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। ঈদ জামাত শেষে একে অপরের সাথে কোলা-কুলি ও কুশল বিনিময় করেন।এছাড়াও জেলার বিভিন্ন এলাকার সর্বমোট ১ হাজার ৫৩২ টি ঈদগাহে পবিত্র ঈদুল আযহা'র জামাত অনুষ্ঠিত হয়।নামাজ শেষে আল্লাহর নামে পশু কোরবানি দেন ধর্মীয় মুসলমানরা।ভোরের আকাশ/এসএইচ