বিয়ের কাগজপত্রসহ প্রমাণ নিয়ে প্রেমিকের বাড়িতে তরুণী, অতঃপর...
দীর্ঘদিন প্রেমের পর বিয়ে; তারপরও শ্বশুরবাড়িতে জায়গা হচ্ছিল না তরুণীর। অনেক জোরাজুরি ও অনুরোধের পরও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বিয়ের কাগজপত্র, ছবি ও ভিডিওসহ বিভিন্ন প্রমাণাদি নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন ওই তরুণী।কিন্তু, মীমাংসার বদলে তাকে সইতে হয়েছে অমানবিক নির্যাতন। গাছের সঙ্গে বেঁধে ২৭ বছর বয়সী ওই তরুণীকে নির্যাতন করেছে ছেলের বাড়ির লোকজন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায় ঘটেছে এ ঘটনা। ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এদিকে নির্যাতনের শিকার তরুণী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।স্থানীয়রা জানায়, ওই তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রামের আব্দুর রশিদের (২৪) প্রেমের সম্পর্ক চলছিল। পরে তারা আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর আব্দুর রশিদ তার আত্মীয়স্বজনের বাড়িতে তরুণীকে নিয়ে রাতও কাটান। পরে স্বামীর বাড়িতে উঠতে চাইলে রশিদ ও তার পরিবার সম্পর্ক অস্বীকার করেন।বৃহস্পতিবার বিয়ের কাগজপত্র নিয়ে রশিদের বাড়িতে গেলে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় তাকে। খবর পেয়ে পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ভিডিও, ছবিসহ সব প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।’অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, ওই নারীর সঙ্গে মোবাইলে আমার সম্পর্ক হয়। পরে বেড়াতে গেলে সে ও তার লোকজন আমাকে আটকিয়ে মোবাইল ফোন এবং টাকাপয়সা কেড়ে নেয়। একপর্যায়ে উকিল ডেকে জোর করে কাগজে সই নেয়। সে আমার বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিল। এ কারণে তাকে বেঁধে রাখা হয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/মো.আ.
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৩ পিএম
টাঙ্গাইলে নদীতে পড়ে এক শিশু নিহত, নিখোঁজ ১
টাঙ্গাইল শহরে লৌহজং নদীতে পড়ে এক শিশু নিহত হয়েছে। আরেক শিশু এখনো নিঁখোজ। ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ শিশুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম মেহেদি হাসান (৮)। সে স্থানীয় শফিকুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপরে মেহেদি হাসান ও আদিব দুইবন্ধু নদীতে নামে মাছ ধরার জন্য। এ সময় দু’জনই স্রোতে ভেসে যায়। খবর পেয়ে দুইটার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। তারা বেলা সাড়ে তিনটার দিকে মেহেদি হাসানের লাশ উদ্ধার করে। অপর শিশু আদিব এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালাচ্ছে।টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপর শিশুর লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে ।ভোরের আকাশ/জাআ
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৫ পিএম
টাঙ্গাইলে শ্রমিকদল নেতা মনিরের নেতৃত্বে লিফলেট বিতরণ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি) মনিরের নেতৃত্বে সদর উপজেলার বৈল্যা হাটে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মজনু মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, শ্রমিকদল নেতা তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, মো. মনির হোসেনসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।ভোরের আকাশ/জাআ
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১০ পিএম
স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে জেলা প্রশাসক
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর একজন কৃতী ক্রীড়াবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণ এর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণ টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী গ্রামের মো. সোলায়মান হোসেন এর ছেলে এবং টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। তিনি ২০১৫ সালে আমেরিকায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক, ২০১৯ সালে আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক ও ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস এর চ্যাম্পিয়ন হয়ে ১ টি স্বর্ণপদক লাভ করেন। তার জীবনের এসব গৌরবময় অর্জনের জন্য তাকে ২০২০ সালে জাতীয় ক্রীড়া পদক-এ ভূষিত করা হয়।সম্প্রতি মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস-এ অংশ গ্রহণ করার জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করে মো. আব্দুল কাদের স্মরণ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক শরীফা হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক শরীফা হক মো. আব্দুল কাদের স্মরণকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।ভোরের আকাশ/জাআ
টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে৷ বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ। প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ।টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মালেক আদনান।টাঙ্গাইল প্রেসক্লাবের প্রায় ৩৭জন সদস্য ও তার পরিবারের অংশগ্রহণে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে খেলা পরিচালনায় সহযোগিতা করছেন সদস্য সচিব মোজাম্মেল হক ও সদস্যবৃন্দ হলেন অরণ্য ইমতিয়াজ, খন্দকার মাসুদুল আলম, মাসুম ফেরদৌস, আব্দুল্লাহ আল নোমান, রুমি আক্তার পলি ও মো. রওশন আলী।টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ইভেন্ট হলো সদস্যদের জন্য দাবা, ক্যারাম, টেবিল টেনিস, অকশন ব্রীজ, কলব্রীজ ও ব্রে এবং সদস্যর পরিবারের জন্য লুডু, ক্যারাম ও বাঘাডুলি।ভোরের আকাশ/জাআ
২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৫ পিএম
টাঙ্গাইলে শাহজালাল ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মশালা
টাঙ্গাইলে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর আয়োজনে মানি লন্ডারিং প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দিনব্যাপী টাঙ্গাইল শহরের সেতু টাওয়ারে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে 'অ্যান্টি-মানি লন্ডারিং ও কাউন্টার / কমব্যাটিং টেরোরিস্ট ফাইন্যান্সিং (AML/CFT)' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (BFIU) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন।এসময় বক্তব্য রাখেন, শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি এর -Deputy chief Anti Money Laundering Compliance Officer (DCAMLCO) এবং Anti Money Laundering Division এর প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আসাদুল ইসলাম খান , টাঙ্গাইল জোনের স্পেশাল সুপারভাইজার এবং জেলা শাখার ব্যবস্থাপক ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল খালেক। কর্মশালাটি সমন্বয় করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এফ.এ. ভি.পি মোহাম্মদ আশরাফুল আলম ।বক্তারা কর্মশালায়, মানি লন্ডারিং, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন (Terrorist Financing), সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (STR), ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট (CTR) এবং গ্রাহক পরিচিতি (KYC) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এই কর্মশালায় শাহজালাল ইসলামী ব্যাংকের ময়মনসিংহ বিভাগ ও টাঙ্গাইল জেলার ১৩ শাখার BAMLCO (Branch Anti Money Laundering Compliance Officer), ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, বিভাগীয় ইনচার্জ, অফিসারসহ ৫০ জন অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/জাআ
২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২২ পিএম
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, কুইজবাড়ি বাজার সংলগ্ন লিওন বেকারির মালিক ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান উত্তম। মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন মুখোশধারী ওই বেকারিতে প্রবেশ করে আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান উত্তমের বাড়ির পাশে ‘লিওন বেকারি’ নামে তাদের একটি বিস্কুটের ফ্যাক্টরি রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে উত্তম দেখভাল করতে ফ্যাক্টরিতে যেতেন। মঙ্গলবার সন্ধ্যায় উত্তমের ফ্যাক্টরিতে যেতে দেরি হওয়ায় তার স্ত্রী লিলি আক্তার সেখানে যান। এসময় ওৎ পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে লিলিকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তারা আরো জানায়, ফ্যাক্টরির বাইরে দুইজন দাঁড়িয়ে ছিল এবং মুখবাঁধা অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন ভেতরে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, মগড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান উত্তমকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছিল। তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে। টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, বিএনপি নেতা আনিসুর রহমান উত্তমের স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে- পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় সেটি ছিল পূর্বপরিকল্পিত। উত্তমকে না পেয়ে সন্ত্রাসীরা তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনা যারাই ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি।টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানবীর আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কী কারণে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে- সে বিষয়ে তদন্ত চলছে।ভোরের আকাশ/মো.আ.
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯ এএম
ইলেকট্রিক বাইক ডিএক্স নিউ এনার্জি’র নতুন শোরুম উদ্বোধন
টাঙ্গাইলে বিশ্ব সেরা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক ডিএক্স নিউ এনার্জি’র নতুন শোরুম উদ্বোধন হয়েছে।সোমবার বিকেলে ময়মনসিংহ রোড (এসএসএস ভবনের পশ্চিমপাশে) বিল্লাহ সেন্টারে শো রুমটির উদ্বোধন করা হয়।ফিতা কেটে শোরুমটি উদ্বোধন করেন ডিএক্স নিউ এনার্জি’র হেড অফ বিজনেস হারুন অর রশিদ।উদ্বোধনী অনুষ্ঠানে ডিএক্স নিউ এনার্জি’র চ্যানেল ম্যানেজার রেজাউল করিম, এরিয়া ম্যানেজার মো. নওশাদ খান, মার্কেটিং বিভাগের ম্যানেজার তারিকুল ইসলাম, ডিএক্স নিউ এনার্জি’র প্রোপ্রাইটর মো. ওমর বিল্লাহ খালেদী (পন্নী) টাঙ্গাইল জেলা মটর মালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম আরিফ, সহ-সভাপতি মোহতাসিন বিল্লাহ, টাঙ্গাইল জেলা ব্যাটারী মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।বিশ্বখ্যাত ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ডের আধুনিক ও পরিবেশবান্ধব ই-স্কুটার ৫ বছর পর্যন্ত ব্র্যান্ড ওয়ারেন্টি সুবিধাসহ আকর্ষণীয় গিফটসহ আপনার পছন্দের ই-স্কুটার পাচ্ছেন টাঙ্গাইলের বিল্লাহ সেন্টার শোরুমে।ভোরের আকাশ/জাআ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৬ পিএম
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে ট্রান্সফরমারস থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুনির চালা গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল ওই ইউনিয়নের ছোট চওনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। নিহত সোহেল রানা ইলেকট্রিশিয়ান কাজ করার পাশাপাশি অটোরিকশাও চালাতেন।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সোহেল খুনিরচালা গ্রামের শামছুল মিয়ার বাড়িতে বিদ্যুতের কাজ করতে যায়। ট্রান্সফরমার থেকে ওই বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় বিদ্যুতের তার হঠাৎ শরীরে স্পর্শ করলে সে আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। ভোরের আকাশ/মো.আ.
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৮ পিএম
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের বিদায় সংবর্ধনা
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. আব্দুল্ল্যাহ আল মামুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামের ফুটবল এসোসিয়েশনের কার্যালয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদায় অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও টাঙ্গাইল ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাড আলী ইমাম তপন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্ল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান।আরও ডপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলার সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সাধারন সম্পাদক সাব্বির হাসান পল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন,জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ঝুটন ঘোষ, কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান খান আইয়ুব, সদস্য বজলুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য আবু হাসান খান।ভোরের আকাশ/জাআ
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫১ পিএম
শিশুদের শারীরিক-মানসিক বিকাশে পাথরাইল স্কুলে কারাতে প্রশিক্ষণ
টাঙ্গাইলের পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আত্মরক্ষার স্বার্থে বালক-বালিকাদের জন্য সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পর্যায়ক্রমে দেড় হাজার ছাত্রছাত্রীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ উদ্বোধন করেন।তিনি বলেন, “শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে আত্মনির্ভরশীল হবে, যা তাদের পড়ালেখাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের নেতা মোস্তফা কামাল লাবু, বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক গ্র্যান্ড মাস্টার মো. শফিকুল ইসলাম লাভলু, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা ও নাজমুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।ভোরের আকাশ/জাআ