× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ৩১ মে ২০২৫ ১০:০৩ পিএম

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম নগরীতে অতি ভারি বৃষ্টি ঝরলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। বৃহস্পতিবার রাত থেকে নগরীতে টানা ভারি বৃষ্টিপাত শুরু হয়। চলে রাতভর, শুক্রবারও বৃষ্টি ধারা অব্যাহত থাকে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সপ্তাহের শুরুর দিনে অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে পথচারীদের।

শনিবার (৩১ মে) সকালে বৃষ্টি না থাকলেও দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির কারণে নগরীর আগ্রাবাদের চৌমুহনী, রাহাত্তারপুল, চকবাজার এলাকার বিভিন্ন সড়ক তলিয়ে গেছে পানিতে। এসব এলাকায় মূল সড়কের পাশাপাশি আশেপাশের অলিগলিতেও জলাবদ্ধতা দেখা গেছে।

চট্টগ্রামের আবহাওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে গত ২৪ ঘণ্টায় ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। এরমধ্যে বিকেল ৩টা থেকে ৫৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

নগরীর রাহাত্তারপুলে হাঁটু পানি মাড়িয়ে অফিস শেষে বাসায় যাচ্ছিলেন বেসরকারি হাসপাতালে চাকরিজীবী মো. সাদ্দাম হোসেন বলেন, চট্টগ্রামবাসীর এই দুঃখ কখন শেষ হবে জানি না। বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় মানুষের বাসাবাড়ি, সড়ক। অথচ সারাবছর দেখা যায় নালা সম্প্রসারণ, খাল খনন প্রকল্পের কাজ চলে। কিন্তু বর্ষায় সুফল মিলে না।

আগ্রাবাদের চৌমুহনীর এক পথচারী বলেন, জলাবদ্ধতা শেষ হবে এটা আমরা বিশ্বাস করি না। ক্ষমতায় আসার আগে সবাই বলে জলাবদ্ধতা থাকবে না। কিন্তু বাস্তবে কিছুই হয় না। এখন হাঁটু পানিতে বাসায় যাচ্ছি, সামনে হয়তো কোমড় থেকে গলা পানি দিয়ে যেতে হবে।

এদিকে গতকাল শুক্রবার টানা বৃষ্টির পরও নগরজুড়ে জলাবদ্ধতা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

তিনি বলেন, টানা বৃষ্টির পরও নগরে জলাবদ্ধতা না হওয়া একটি বড় সাফল্য। এর পেছনে চসিকসহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা রয়েছে। পরিকল্পিতভাবে কাজ চালিয়ে গেলে ভবিষ্যতেও নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত থাকতে পারবে। চলমান কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রেখে বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে।

তবে বর্ষায় সচরাচর যেসব স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেসব জায়গায় জলাবদ্ধতার কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম নগরীর চকবাজার, বাকলিয়া, বহদ্দারহাট, দুই নম্বর গেট, প্রবর্তক মোড়, জিইসি মোড়, মুরাদপুর, হালিশহরের বিভিন্ন এলাকা, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ কয়েকটি এলাকা জলাবদ্ধতা প্রবণ। প্রতি বর্ষায় ভারি বৃষ্টি হলে এসব এলাকা এক থেকে একাধিকবার তলিয়ে যায়।  

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

 চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

 "নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

"নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

 বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

 কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

সংশ্লিষ্ট

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা