ছবি: ভোরের আকাশ
নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় চার শিক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। এর আগে গত বছর ২০২৪ সালেও বিদ্যালয়টির দুই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হতে পারেনি।
জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী আছেন। বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পায় ২০১১ সালের জানুয়ারি মাসে। কাগজ-কলমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ১৭৫ জন।
এদিন বিকেল ৩টায় ওই বিদ্যালয়ে গিয়ে তালা দেখতে পাওয়া যায়। মাঠে বেঁধে রাখা হয়েছে গরু-ছাগল। স্থানীয়রা জানান, বিদ্যালয়টি বেশিরভাগ সময় বন্ধ থাকে। মাঝে মধ্যে দুই-একজন শিক্ষক-কর্মচারী আসলেও শিক্ষার্থীর দেখা মেলে না।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সারা পাওয়া যায়নি তার। পরে তার বাড়িতে গিয়েও দেখা পাওয়া সম্ভব হয়নি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান মুঠোফোনে বলেন, এবার এসএসসি পরীক্ষার্থী চার জন ছিল। কিন্তু কেউ পাস করেনি।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, ২০২৪ সালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দুই শিক্ষার্থী অংশ নেয় এসএসসি পরীক্ষায়। এবার অংশ নিয়েছিল ৪ জন। পরপর দুই বার ফলাফল শূন্য। কেন এমন ফলাফল হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পদক্ষেপ নেয়া হবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
রাজবাড়ী-মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত ইসহাক শেখকে (২৭) ফরিদপুর সেনা ক্যাম্প ও মধুখালী থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইসহাক দীর্ঘদিন ধরে মাদকের সক্রিয় সরবরাহকারী হিসেবে প্রশাসনের নজরে থাকলেও বারবার অভিযানে ব্যর্থ হওয়ায় সে পলাতক ছিল।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ফরিদপুর আর্মি ক্যাম্পে তথ্য আসে যে, মধুখালীর বিল আরালিয়া বাজার এলাকায় ইসহাক শেখ অবস্থান করছে এবং ইয়াবা লেনদেনে সক্রিয় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এবং মধুখালী থানার পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ইসহাক শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার দেহ তল্লাশিতে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে জানা যায়, ইসহাক শেখ দীর্ঘদিন ধরে রাজবাড়ী ও মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহের প্রধান হিসেবে কাজ করছিল। প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে ধরার জন্য একাধিকবার অভিযান চালালেও প্রতিবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।আটক ইসহাক শেখ এবং জব্দকৃত মাদকদ্রব্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/আজাসা
গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় ভাতিজার ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (১১ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২২) রাতের আঁধারে চাচা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তার বাম পাশে আঘাত করে। ঘটনাস্থলেই জিয়ারুল মারা যান। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী আছমা বেগম ও ছেলে মো. ইসমাইল হোসেনকেও ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালিগালাজ করেন। এ ঘটনায় ভাই জিয়ারুল প্রতিবাদ করলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম এসে চাচা জিয়ারুল, তার স্ত্রী ও ছেলেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।ভোরের আকাশা/আজাসা
বাগেরহাটের চিতলমারী উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনিন্দ্য ইসলাম অমিত ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বিএনপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জয়ন্ত কুমার কুন্ডু সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বিএনপি, উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম আহবায়ক বাগেরহাট জেলা বিএনপি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শমসের আলী মোহন যুগ্ম আহবায়ক বাগেরহাট জেলা বিএনপি ও বাগেরহাট ১ নির্বাচনী মনিটরিং টিম, খাদেম নিয়ামুল নাসির আলাপ যুগ্ম আহবায়ক জেলা বিএনপি, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন সদস্য জেলা বিএনপি ও নির্বাচনী মনিটরিং টিম, সহকারী অধ্যাপক মোঃ হাদী উজ্জামান হিরো সদস্য জেলা বিএনপি ও নির্বাচনী মনিটরিং টিম, রুনা গাজী সদস্য জেলা বিএনপি ও চিতলমারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেখ মুজিবর রহমান সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও বাগেরহাট ১ আসন মনোনয়ন প্রত্যাশী, এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও বাগেরহাট ১ আসন মনোনয়ন প্রত্যাশী, এম এ সালাম সমন্বয় ও সাবেক সভাপতি বাগেরহাট জেলা বিএনপি, ইঞ্জিনিয়ার মাসুদ রানা সদস্য বাগেরহাট জেলা বিএনপি ও বাগেরহাট ১আসন মনোনয়ন প্রত্যাশী, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আহসান হাবীব ঠান্ডু উপজেলা বিএনপি সদস্য সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর মোরশেদ স্বপন সদস্য বাগেরহাট জেলা বিএনপি ও বাগেরহাট১ আসন মনোনয়ন প্রত্যাশী,সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও যুগপৎ আন্দোলন সমমনা জোটের শীর্ষ নেতা বাগেরহাট- ১ আসনে মনোনয়ন প্রত্যাশী এসএম শাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক, সোয়েব হোসেন গাজী সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপির ও সদস্য সচিব সম্মেলন প্রস্তুত কমিটি, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী। ভোট গননা শেষে রাত ১১টায বিজয়ীদের নাম ঘোষণা করেন শমসের আলী মোহন যুগ্ম আহবায়ক বাগেরহাট জেলা বিএনপি ও বাগেরহাট ১ আহবায়ক নির্বাচনী মনিটরিং কমিটি টিম। তারা হলেন- সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড,ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু।ভোরের আকাশ/আজাসা
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলমের নেতৃত্বকে আরও সুসংহত ও শক্তিশালী করতে এবং চরফ্যাশন উপজেলা শ্রমিক দলকে আরও গতিশীল করতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন সদরে উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ ও পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরু সাজির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়ার মতো।বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে বিএনপি। সাবেক তিনবারের সংসদ সদস্য ও ত্যাগী রাজনীতিবিদ নাজিম উদ্দীন আলমের সুদক্ষ নেতৃত্বে চরফ্যাশন-মনপুরা এখন বিএনপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে।তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে আসা এই সাহসী নেতাকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই। শ্রমিক দল অতীতেও তাঁর পাশে ছিল, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে একসাথে থাকবে—ইনশাআল্লাহ।”এসময় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর শ্রমিক দলের দপ্তর সম্পাদক মীর আসাদ,যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল মুন্সিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।ভোরের আকাশ//হ.র