চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ০৪:৩১ পিএম
চিতলমারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ
উপজেলা সমাজসেবা অফিসের আচিতলমারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এতে সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এটিএম মাসুদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ প্রমুখ।
ভোরের আকাশ/জাআ