কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ০৯:০৫ পিএম
উখিয়ায় বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত
কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। রোববার (২৯ জুন) দুপুর দেড়টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী স্টেশনের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফাত রিমু (১৩) উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, দুপুরে ইফাত রিমু মাদ্রাসার এক সহপাঠীসহ বাড়ি ফিরছিল। এক পর্যায়ে রাস্তা পার হওয়ার সময় তাদের টেকনাফমুখী সীমান্ত স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন ক্লিনিকে নিয়ে যায়। এ সময় হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে চালক ও সহকারী গাড়িটি ফেলে রেখে পালিয়ে গেছেন বলে জানান ওসি। আরিফুল আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/আজাসা