নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০১:১৫ এএম
রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় আরও একটি মামলা দায়ের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় নতুন করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সভাপতি পোমেল বড়ুয়াকে প্রধান আসামি করে মোট ৭১ জন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশীদ বাদী হয়ে রংপুরের তাজহাট থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১১, ১৫ ও ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। তারা লাঠিসোঁটা, লোহার রড, কিরিচ, বোমা, পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র আক্রমণ চালায়।
এ সময় পুলিশও আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও ছররা গুলি ছোড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন এবং বহু শিক্ষার্থী আহত হন।
এজাহারে উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন—১৩ জন কর্মকর্তা-কর্মচারী, ২ জন শিক্ষক, ৩৬ জন ছাত্রলীগ নেতাকর্মী, ৮ জন পুলিশ সদস্য এবং ১২ জন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
রংপুর তাজহাট থানা পুলিশ জানায়, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এ মামলায় ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ//হ.র