× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

"জীবাশ্ম জ্বালানি নবায়নযোগ্য বিষয়ক" বিতর্ক প্রতিযোগিতা

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৫ ০৮:০৮ পিএম

"জীবাশ্ম জ্বালানি নবায়নযোগ্য বিষয়ক" বিতর্ক প্রতিযোগিতা

"জীবাশ্ম জ্বালানি নবায়নযোগ্য বিষয়ক" বিতর্ক প্রতিযোগিতা

"জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন" প্রতিপাদ্যে বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা।

মঙ্গলবার (২০ মে) সকাল দশটায় পাথরঘাটা কলেজ মিলনায়তনে 'ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)' ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে পাথরঘাটা কলেজের একাদশ শ্রেণি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা পক্ষ ও বিপক্ষ দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন।

বিষয়ের বিপক্ষ দল বিজয়ী হয় এবং দলের নেতা আফরিন জাহান তন্নী শ্রেষ্ঠ বক্তার সম্মাননা অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা কলেজের উপাধ্যক্ষ চন্দ্র শেখর স্বর্ণকার, প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবীর, প্রভাষক আহসান হাবীব লাকি, আল মামুন, মো. সাব্বির, জামাল হোসেন, সমাজসেবক মেহেদী শিকদার প্রমুখ।  

প্রধান অতিথি মহসিন কবীর বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার।  পাথরঘাটা কলেজে এই প্রথম কোন প্রতিযোগিতা হলো তাও আবার জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে।  যা এখন পর্যন্ত মানুষের কাছে পৌঁছায়নি।  ধরার এ আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, এ রকমের প্রতিযোগিতা বেশি বেশি করা দরকার, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া দরকার।  এ সময় ধরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটার সমন্বয়ক উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।  বিচারক প্যানেল ছিলেন, চন্দ্র শেখর স্বর্ণকার, এরফান আহমেদ সোয়েন, আমিন সোহেল।

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং পরিবেশ সচেতনতার বিষয়ে আলোকপাত করেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী উভয় দলের শিক্ষার্থীদের হাতে মূল্যবান বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।  অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আল মামুন।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
 ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

সংশ্লিষ্ট

ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই দালালকে জরিমানা

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই দালালকে জরিমানা

ভারতের নিষেধাজ্ঞায় প্রভাব পড়বে ভোমড়া স্থলবন্দরে

ভারতের নিষেধাজ্ঞায় প্রভাব পড়বে ভোমড়া স্থলবন্দরে

"জীবাশ্ম জ্বালানি নবায়নযোগ্য বিষয়ক" বিতর্ক প্রতিযোগিতা

"জীবাশ্ম জ্বালানি নবায়নযোগ্য বিষয়ক" বিতর্ক প্রতিযোগিতা