টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ০৯:৪৫ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে টঙ্গীতে দোয়া মাহফিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
টঙ্গী পশ্চিম থানা বিএনপি'র আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুল আলম শুক্কুর, জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ