ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৪:২০ পিএম
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল
এবার কোরবানি ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে পিরোজপুরবাসী। যাত্রীর চাপ থাকলেও দীর্ঘদিনের ছুটি হওয়ায় এবার যেন স্বস্তির যাত্রা উপভোগ করছেন সবাই। অন্যান্য বছরের তুলনায় এবার নেই যানজট কিংবা ভাড়া নিয়ে অভিযোগ। বেশি দিন ছুটি পাওয়ায় অনেকেই আগেভাগে কর্মস্থলে ফেরার উদ্যোগ নেওয়ায় ভোগান্তির মুখে পড়েননি।
বৃহস্পতিবার (১২ জুন) পিরোজপুর নতুন বাস স্ট্যান্ড এলাকায় ঘুরে দেখা যায়, এলাকাজুড়ে সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে যাত্রীসংখ্যা বেশি হলেও নেই তেমন কোনো ভোগান্তি। সময়মতো বাস ছাড়ছে, ভাড়া ঠিকঠাক রাখা হয়েছে, আর যাত্রীরাও সন্তুষ্টি প্রকাশ করেছে।
তাছাড়া বাস কাউন্টারগুলোতে যাত্রী থাকলেও কোনো বিশৃঙ্খলা নেই। বাসগুলো নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে। কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীরা বলছেন, এবারের ঈদযাত্রা ছিল বেশ আরামদায়ক ও নির্বিঘ্ন।
এবার ঈদ-উল-আযহায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত একটানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি বেসরকারি চাকরিজীবীরা। তাই ছুটির শেষ মুহূর্তে হুট করে চাপ এড়াতে অনেকেই আগেভাগেই কর্মস্থলের পথে রওনা হয়েছেন। যার ফলেই পিরোজপুর শহরের যাত্রাব্যবস্থাপনায় দেখা যাচ্ছে এক প্রশংসনীয় শৃঙ্খলা।
তবে যেসব যাত্রী অগ্রিম টিকিট কাটেননি, তাদের পড়তে হয়েছে কিছুটা বিড়ম্বনায়। কেউ কেউ কাক্ষিত সময়ে বাস না পেয়ে অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা। তবুও তারা বলছেন, যদি অগ্রিম টিকিটের ব্যবস্থা থাকত- তাহলে এতটা দুশ্চিন্তায় পড়তে হতো না।
নতুন বাস স্ট্যান্ড এলাকার পরিবহন কর্মীরা বলছেন, ঈদযাত্রাকে ঘিরে আগেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। অতিরিক্ত বাসের ব্যবস্থা রাখা হয়েছে, চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে ভাড়া না বাড়াতে এবং নিরাপদে যাত্রী পরিবহন করতে।
ভোরের আকাশ/জাআ