শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১২:৫০ পিএম
ছবি-ভোরের আকাশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিবচরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী সরোয়ার হোসেন মৃধা।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার একাধিক মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও খোঁজখবর নেন।
মণ্ডপ পরিদর্শনকালে সরোয়ার হোসেন মৃধা বলেন, “আমরা চাই শিবচর হবে এমন একটি শান্তির এলাকা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকারে বসবাস করবে। দুর্নীতিমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা, মানসম্মত শিক্ষা ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। যদি আপনারা শান্তিপূর্ণ ও উন্নত শিবচর চান, তবে অবশ্যই দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করুন।”
তিনি আরও বলেন, “রাজনীতি কখনো বিভাজন নয়, বরং ঐক্য, সম্প্রীতি আর উন্নয়নের জন্য। এই এলাকার মানুষ আমার শক্তি—তাদের ভালোবাসা ও আস্থাই আমার পথচলার প্রেরণা। যেকোনো দুর্যোগ বা প্রয়োজনে আমি সবসময় সবার পাশে থাকতে চাই।”
মণ্ডপ সফরে তার সঙ্গে ছিলেন শিবচর উপজেলা জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান সিকদার, ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল জলিলসহ স্থানীয় জামায়াত-শিবির ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
হিন্দু সম্প্রদায়ের অনেকে জানান, রাজনৈতিক নেতারা অনেকেই আসেন, তবে সরোয়ার হোসেন মৃধার আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার তাদের কাছে আলাদা মনে হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একইভাবে পাশে থাকবেন এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
সরোয়ার হোসেন মৃধার এই সফরকে কেন্দ্র করে শিবচরে এক ভিন্নধর্মী সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ সৃষ্টি হয়। স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে জনগণের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
ভোরের আকাশ/এসএইচ