ছবি: সংগৃহীত
খুলনার ডুমুরিয়া উপজেলায় তিন চাকার যান মাহেন্দ্র ও তেলবাহী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর অবস্থায় স্থানীয়রা সাতজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা গণমাধ্যমকে জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। গোলনা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
পিরোজপুরের ইন্দুরকানীতে ২০ লাখ টাকা মূল্যের ১০ লাখ চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।শনিবার (১৭ মে) সকালে পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই সমিরন হালদারের নেৃতত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাটা এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির ১০ লাখ রেনুপোনা জব্দ করেন এবং পোনাবহনকারী ২১টি মোটরসাইকেল আটক করেন।এসময় ৮৮টি ড্রামে ভরে রেনুপোনাগুলো বরগুনা জেলার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাচ্ছিলো। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম (অঃ দাঃ) এর উপস্থিতিতে রেনুপোনা ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আলী আজিম খানের ছেলে মো. সেলিম খান (৪৮) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন। জব্দকৃত রেনুপোনাগুলো কচাঁ নদীতে অবমুক্ত করা হয়।এ বিষয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রেনুপোনা বহন করার অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত রেনুপোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
নওগাঁয় বকেয়া বেতন এবং বোনাস পরিশোধের দাবিতে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষকা কার্যক্রমের শিক্ষকরা উপস্থিত ছিলেন।শনিবার (১৭ মে) দুপুরে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কের উপরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তরা বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষকা কার্যক্রম প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলে আসছে। কিন্তু চলতি বছরের জানুয়ারি-২০২৫ থেকে অদ্যবদি মে মাস পযন্ত শিক্ষকদের ভাতা পরিশোধ করা হয়নি। যার ফলে বিগত প্রায় ৬ মাস যাবত বিনা পারিশ্রমিকে পাঠদান দিয়ে যাচ্ছেন তারা। এমত অবস্থায় সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে শিক্ষকদের জন্য।মানববন্ধন থেকে জানানো হয়, জানুয়ারি-২০২৫ থেকে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আযাহার পূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে। প্রকল্পের তৃতীয় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ে প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায়ের প্রকল্প হস্তান্তর করতে হবে। এবং কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করার পাশাপাশি শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। ভোরের আকাশ/এসআই
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিহ্নিত দুই হ্যাকারের বাড়িতে যৌথবাহিনীর সদস্যরা সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিম কার্ড, ল্যাপটপ, পিসি, মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরা, প্রিন্টার ও নগদ টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের চিহ্নিত হ্যাকার জুয়েল আহম্মেদ ও রনি মিয়ার বাড়িতে এ অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। কিন্তু যৌথবাহিনীর অভিযানের বিষয়টি টের পেয়ে তারা দু’জন আগেই বাড়ি থেকে পালিয়ে যায়। অভিযানকালে জুয়েল ও রনির বাড়ি থেকে ল্যাপটপ, পিসি-মনিটর, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, অ্যান্ড্রয়েড ও বাটন ফোন, প্রিন্টার, রাউটার, সিসিটিভি ক্যামেরা, ডায়রী খাতা, গ্রামীণ, স্কিটো, রবি-এয়ারটেল ও বাংলালিংক সিমসহ নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় জুয়েল বাড়ী না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং মামলার এজাহারভুক্ত আসামীসহ অন্যান্য হ্যাকারদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। ভোরের আকাশ/এসআই
নিরাপদ পথচলায় হেলমেট অপরিহার্য! হেলমেট পড়ুন জীবন বাঁচান’—এই স্লোগানে ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে হেলমেট ব্যবহারে জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী এক কর্মসূচির আয়োজন করা হয়েছে।শনিবার (১৭মে) দুপুরে ঘাটাইল কলেজ মোড় চত্বরে ‘রিপোর্টার্স ইউনিটি, ঘাটাইল’-এর আয়োজনে এবং জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. আব্দুস সাত্তার-এর সৌজন্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হেলমেট শুধু আইন মেনে চলার বিষয় নয়, এটি জীবন বাঁচানোর একটি বড় উপায়। হেলমেট ব্যবহারে অভ্যস্ত হলে দুর্ঘটনায় প্রাণহানির হার অনেক কমে যাবে।উদ্যোক্তারা কর্মসূচির অংশ হিসেবে সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তাদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন। পাশাপাশি হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা ও আইনগত দিক তুলে ধরে সচেতনতামূলক পরামর্শ দেন।লায়ন ডা. আব্দুস সাত্তার বলেন, প্রতিদিন অসংখ্য প্রাণ চলে যাচ্ছে শুধুমাত্র হেলমেট না পরার কারণে। তাই সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এ উদ্যোগ নিয়েছি।পথচারী, চালক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যানার, পোস্টার ও সরাসরি আলোচনার মাধ্যমে হেলমেটের গুরুত্ব তুলে ধরা হয়।উল্লেখ্য, ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠন। ভোরের আকাশ/এসআই