রংপুর ব্যুরো
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৮ পিএম
সংগৃহীত ছবি
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্র্রেন আটকা পড়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সারা দেশের সাঙ্গে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এছাড়া আরও চার জেলার আংশিক রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
জানা যায়, ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং শেষ করে পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় লাইন পরিবর্তনের একটি পয়েন্ট ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে শুরু করে ছয়টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর হাজারো মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেক যাত্রী মালামাল খোয়া যাওয়ার অভিযোগ করেছেন। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় দুই হাজার যাত্রী ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করলে আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সাথে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মেইল ট্রেন দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, কমিউটার ও নাইনটিন আপ-ডাউনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে এসব ট্রেন চলাচল করতে পারবে না।
ভোরের আকাশ/এসএইচ