× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবচরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫ ১১:৫০ এএম

শিবচরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

শিবচরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

মাদারীপুরের শিবচরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা।আজকাল এদিক সেদিক ঘুরে ফিরে এখন আর আগের মত করে তালগাছে দেখা যাচ্ছে না বাবুই পাখির বাসা। কালের বিবর্তনে হারাতে বসেছে, ক্ষুদে এই শৈলিক শিল্পী বাবুইপাখি।

বৃহস্পতিবার (২২ মে) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় এমন দৃশ্য। তবে কোনো কোনো এলাকায় ঘুরে তালগাছ দেখা গেলেও দেখা যাচ্ছে না বাবুই পাখির বাসা।সামান্য কিছু তালগাছের পাতার মগডালে বাবুই পাখির বাসা দেখা গেলেও সেই ৯০ দশকের দৃশ্য পটের মত আর দেখা যাচ্ছে না। যে ভাবে অতীতে বিভিন্ন তালগাছে ছড়িয়ে সিটিয়ে বাবুই পাখি তাদের মনের মাধুর্য মিশিয়ে বাসা তৈরি করে থাকতো।

শৈলিক শিল্পী এই পাখিটি বিভিন্ন খড়, কুটো, ছন, ঘাসের ডোগা, নারিকেল গাছ ও খেজুর গাছের পাতা চিকিয়ে ক্ষুদে এই যাদুকর শিল্পী প্রথমে একটি বাসা তৈরি করে। বাসাটিতে দুটি খোলা দরজা রাখে শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। যাতে করে বাহির থেকে কোন বিষাক্ত সাপ কিংবা অন্য কোন পাখি এসে বাসায় হানা দিতে না পারে। তাই একটি দরজা দিয়ে তারা প্রবেশ করে।অপর একটি দরজা দিয়ে পালিয়ে যাওয়ার জন্য বিকল্প দরজাটি ও খোলা রেখে এভাবেই তারা বাসা তৈরি করে থাকে।

কোনো ঝড় তুফান এলেও ওই বাসা যেন ভেঙ্গে যাওয়ার ভয় থাকেনা। ঠিক এমন ভাবেই কৌশল করে বাসা বাঁধতে সক্ষম ক্ষুদে ওই যাদুকর পাখিটি। শুধু তাই নয় রাতে তার সঙ্গীকে নিয়ে সঙ্গবদ্ধ থাকার জন্য বাসায় মিটিমিটি করে জোনাকির আলোয় আলোকিত রাখার ও সু-ব্যসস্তা করার জন্য বাসা তৈরির সময় অল্প কিছু কাঁদামাটি এনে তার ভিতরে ছিদ্র করে রাখে।যাতে করে জোনাকি পোকা রাতে তাদের বাসায় ডুকে সেখানে মিটিমিটি আলো ছড়ানো জন্য। এবাবে পুরুষ বাবুই পাখি স্ত্রী বাবুই পাখিকে সঙ্গে নিয়ে অসংখ্য বাসা বেঁধে থাকে। প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় কিচির মিচির সুরে ডাকে। বাবুই পাখির বাসা দেখলেই মনে পরে শৈশবে বইয়ের পাতার একটি কবিতার কথা।

তাইতো কবির ভাষায়, বাবুই পাখিরে ডাকিতেছে চড়াই,কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, বাবুই হাঁসিয়া কহে সন্দেহ কি তাই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, কাঁচা হোক, পাকা হোক তবুও ভাই নিজেও বাসা,নিজ হাতে গড়া মোর,পাকা ঘর খাসা। কবি তার ছোট্ট এই কবিতায় আল্লাহর সৃষ্টির যে রহস্য তার ইঙ্গিত এই কবিতার মাঝে ফুটাতে সক্ষম ভূমিকা পালন করেছেন।কালের বিবর্তনে আমাদের দেশে তালগাছ কেটে ধংস করছি এই যাদুকরী পাখির বাসা গুলোকে।তাই এই পাখির বাসা এখন আর সচারাচর অতীতের মত দেখা যাচ্ছে না।

বাবুই পাখির সম্পর্কে জানতে চাইলে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, আগে দেশে বিভিন্ন তালগাছে বাবুইপাখির বাসা দেখা যেত। কিন্তু সেই তালগাছ কেটে আমরা প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য লক্ষ্য করতাম। তা আমরা কেটে বিনষ্ট করছি। এমন যদি হয়, তাহলে হয়তো ভবিষ্য প্রজন্মের যারাই আসবে প্রকৃতির যে প্রাকৃতিক সুন্দর্য তা দেখতে পাবেনা। আর মনের মত করে মাধুর্য মিশিয়ে শৈলিক শিল্পী ক্ষুদে এই যাদুকরের বাসা দেখা ও কিচিরমিচির ডাকও শোনা যাবে না। তাই আমাদের সকলের উচিৎ বেশি বেশি করে বৃক্ষ কেটে নিধন না করে রোপন করে প্ররিবেশের ভারসাম্য রক্ষা করা।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা

হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা

 ফুলবাড়ীতে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে মানববন্ধন

ফুলবাড়ীতে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে মানববন্ধন

 শৈলকুপায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

শৈলকুপায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

 আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

 বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

সংশ্লিষ্ট

হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা

হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা

ফুলবাড়ীতে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে মানববন্ধন

ফুলবাড়ীতে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে মানববন্ধন

শৈলকুপায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

শৈলকুপায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

শিবচরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

শিবচরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা