× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ

মান্দায় এলজিইডি’র রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৮:২১ পিএম

মান্দায় এলজিইডি’র রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম

মান্দায় এলজিইডি’র রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম

মান্দায় এলজিইডির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ রাস্তায় ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ শুরু হতেই ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, নওগাঁর মান্দা উপজেলার মৈনম হাইস্কুল মোড় থেকে সদর উপজেলার বলিহার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৭৮০ মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণে বিট বালুর পরিবর্তে রাস্তার বেজকোর্সে ব্যবহার করা হচ্ছে পোড়া কয়লার গুঁড়া ও ইটভাটার রাবিশ। এতে রাস্তাটির স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোথাও কোথাও রাবিশের স্তর অপ্রতুল, আবার কোথাও উপকরণ ভেঙে বালুর মতো গুঁড়ো হয়ে গেছে। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

স্থানীয় বাসিন্দা হাসান আলী বলেন, এই রাস্তাটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। আমরা আশাবাদী ছিলাম নতুন রাস্তা ভালোভাবে হবে। কিন্তু এখন যা হচ্ছে, তা দেখে হতাশ হয়েছি। বিট বালুর পরিবর্তে রাবিশ ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জানা গেছে, মান্দা ও বলিহার ইউনিয়নের সীমানা নিয়ে প্রশাসনিক জটিলতায় কাজটি বহুদিন ধরে আটকে ছিল। অবশেষে ২০২৪-২৫ অর্থবছরে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় ঠিকাদার মো. তানজিম কাজটির দায়িত্ব পান। কিন্তু কাজ শুরু হতেই অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠে।

এলাকাবাসীর দাবি, রাস্তার নির্মাণ কাজে দ্রুত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে যথাযথ উপকরণ ব্যবহারের মাধ্যমে একটি টেকসই সড়ক নির্মাণ নিশ্চিত করা হোক।

কাজের অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদার তানজিমুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু সায়েদ বলেন, নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা আমার জানা নেই। বিষয়টি যাচাই করে দেখছি।

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 যমুনার সামনে এনসিপির অবস্থান কর্মসূচি শুরু

যমুনার সামনে এনসিপির অবস্থান কর্মসূচি শুরু

 নতুন পোপ নির্বাচিত: ক্যাথলিক গির্জার দায়িত্বে রবার্ট প্রিভোস্ট

নতুন পোপ নির্বাচিত: ক্যাথলিক গির্জার দায়িত্বে রবার্ট প্রিভোস্ট

 যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিলেন হাসনাত

যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিলেন হাসনাত

সংশ্লিষ্ট

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

বিএমপির উপ-পুলিশ কমিশনার কর্তৃক কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন

বিএমপির উপ-পুলিশ কমিশনার কর্তৃক কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন

সিরাজগঞ্জে নেশা জাতীয় বিষাক্ত এলকোহল পানে দুই জনের মৃত্যু

সিরাজগঞ্জে নেশা জাতীয় বিষাক্ত এলকোহল পানে দুই জনের মৃত্যু