কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫ ১২:৩৬ পিএম
বঙ্গতাজ কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
গাজীপুরের কাপাসিয়ার পূর্ব সীমান্তে খিরাটি গ্রামে প্রতিষ্ঠিত বঙ্গতাজ ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
কলেজ অধ্যক্ষ মে. আওলাদ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর বিন হামিদ। সহকারী অধ্যাপক শেখ আবু আশেকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গভর্নিং বডির সদস্য মো. মাজহারুল হক, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুল রশিদ নয়ন, রয়েল পাবলিকেশন্সের সত্ত্বাধিকারী জামাল উদ্দিন আহমেদ, সফিকুল ইসলাম, হুমায়ূন কবির কাজল, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আনারুজ্জামান, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, সিঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান শাহীন বন্দুকসী প্রমুখ।
কাপাসিয়ার কৃতিসন্তান ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বঙ্গতাজ কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কাপাসিয়ার কৃতিসন্তান সাবেক মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ফকির, পাট মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্, সাবেক এমপি ডা. মো. ছানাউল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল হামিদ বিটিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এ কলেজটি প্রতিষ্ঠা করেন।
মতবিনিময় সভায় কাপাসিয়া উপজেলা ও পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বরাবরই এ কলেজের শিক্ষার্থীদের রেজাল্ট খুব ভালো ছিলো। বিগত সরকারের সময় করোনা ও চাপিয়ে দেয়া শিক্ষা কারিকুলাম শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রভাব পড়েছে। কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি সহ সদস্যবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী আগামী দিনে শিক্ষার্থীদের রেজাল্ট সহ তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
ভোরের আকাশ/আজাসা