বরিশাল ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৫ ০৫:০২ পিএম
বরিশালে দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আজ ২ জুন সোমবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল সদর এর আয়োজনে উপপরিচালকের সম্মেলন কক্ষ খামার বাড়ি বরিশালে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন বিষয়ক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন। সভাপতিত্ব করেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল মোসাম্মৎ মরিয়ম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাসেল মনিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শুরুতে ২ শতাধিক কৃষকের মাঝে জনপ্রতি উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ৫ কেজি করে, ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
পরে সংক্ষিপ্ত এক আলোচনার ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমের দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন বিষয়ক কৃষক/কৃষাণী প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।
ভোরের আকাশ/জাআ