মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫ ০৫:১৩ পিএম
ঘিওরের গোয়ালডাঙ্গীতে ঘাসের আড়ালে গাঁজা চাষ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ী ইউনিয়নের গোয়ালডাঙ্গী গ্রামে ঘাসের জমিতে গাঁজা চাষের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে (২ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি চাষযোগ্য জমিতে ঘাস লাগানো হলেও তার মাঝে মাঝে গাঁজা গাছ রোপণ করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, প্রকাশ্যে এই চাষাবাদে এলাকায় বাড়ছে মাদকসেবীর সংখ্যা। তবে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, ওই জমিতে গাঁজা চাষ করছেন স্থানীয় মন্টু মিয়া, তার স্ত্রী বাতাসি বেগম ও ছেলে আশিক। জমির মালিক মৃত গিয়াস উদ্দিন। তার মৃত্যুর পর মন্টু সেটি বর্গাচাষের ভিত্তিতে ব্যবহার করছেন।
গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস (ছদ্মনাম) বলেন, ‘দূর থেকে তাকালে আগাছা মনে হয়, কিন্তু কাছে গেলে দেখা যায় গাঁজার গাছ। দিনের বেলা কেউ কিছু বলে না। রাতে নাকি বাইরের লোকজন আসে গাছ দেখতে।’
জমিটির তিন পাশে বসতবাড়ি, আর উত্তর পাশে ধানক্ষেত। এলাকাবাসীর অভিযোগ, এমন খোলামেলা গাঁজা চাষের ফলে গ্রামের কিশোর-তরুণরা মাদকের দিকে ঝুঁকছে। করচাবাধা ও গোয়ালডাঙ্গী এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান তারা।
একজন গ্রাম পুলিশ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরাও জানি এই জমিতে কিছু একটা হচ্ছে। কিন্তু উপরের নির্দেশ ছাড়া কিছু করতে পারি না।’
এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, এটা আমাদের কাজ না, আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানান। পরক্ষণেই তিনি বলেন, আপনি লোকেশনটা দেন। আমি এখনই লোক পাঠাচ্ছি।
স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী সময়মতো পদক্ষেপ না নেওয়ায় মাদক কারবারিরা উৎসাহিত হচ্ছে।
ভোরের আকাশ/জাআ