বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫ ০৫:০০ পিএম
বেনাপোলে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য সামগ্রী আটক
বেনাপোল চেকপোস্ট সীমান্তে বেনাপোল বিওপি ও আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ি ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য সামগ্রী উদ্ধার করে। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি
রোববার (১১ মে) সন্ধ্যায় বিজিবির টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নত মানের শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য ও কসমেটিক্স সামগ্রী।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি চক্র ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল পাচার হচ্ছে। এমন গোপন খবরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে উন্নত মানের শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে। যার মূল্য ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।
ভোরের আকাশ/এসআই