কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০১:৪৪ পিএম
কুড়িগ্রামে পুশইন ঠেকাতে রাতভর পাহারা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে পুশইন ঠেকাতে মানব দেয়াল বানিয়ে সীমান্তে রাতভর পাহারা দিয়েছে এলাকাবাসী। এসময় বিজিবি ও আনসার বাহিনীও অবস্থান নেয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার পর শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে ভারতের আসামের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা দুটি পিকাপ ভ্যানে ৫০ থেকে ৬০ নাগরিককে ফাইস্কারকুটি সীমান্তে এনে সব লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতশত মানুষ বিজিবির কচাকাটা ও কেদার ক্যাম্পের সদস্য ও আনসার সদস্যের কয়েকটি টিম সীমান্তে অবস্থান নেয়। ওদিকে ভারত সীমান্তে নেয় বিএসএফ।
বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে বিএসএফ অবৈধভাবে পুশইন করতে না পারে সেজন্য বিজিবি, আনসার সদস্যসহ সীমান্তবাসি যৌথ ভাবে পাহারা দিচ্ছে। টহল জোরদার করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ