নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১১:৩১ পিএম
তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কীভাবে নিরাপদে থাকবে: মাসুদ সাঈদী
বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনিত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী পুত্র সাবেক ইন্দুারকানি উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ইসলামকে যারা ভয় করে তারা দুর্নীতিকে জাহান্নামের আগুনের মতই ভয় করে।
তিনি বলেন, তারা দুর্নীতি করবে না। যারা দুর্নীতি করে না- আপনার আমার নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ জামায়াত ইসলামই করতে পারবে। বাংলাদেশ জামায়াত ইসলামী ইতোমধ্যে ৩শ আসনের মধ্যে ২৯৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণা করার পর বাংলাদেশের এমন কোন উপজেলা, যেখানে দুইটা গ্রুপের মারামারি করে ৫ জন মারা গেছে। আর ৩ জন ঠ্যাং ভেঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছে। এমন রিপোর্ট দেখছেন আপনারা ?
অথচ কোন কোন দলের ওয়ার্ড ইউনিয়ন কাউন্সিল হয় সেখানে নিজেরা নিজেরা চেয়ার ভাঙ্গে, অফিস ভাঙ্গে, শেষমেশ মাথা ও ভাঙ্গে। যারা নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারে না। যাদের হাতে নিজেদের দলের কর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে?
সোমবার (৭ জুলাই) বিকালে পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার মাওলানা আবুল হোসাইন এর সভাপতিত্বে ও মাওলানা শামসুল হকের সঞ্চালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী দেশ পরিবর্তনের জন্য ইসলামী শাসন কায়েম করতে দাড়িপাল্লায় ভোট চেয়ে আরো বলেন, দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে রাখতে হলে এবারে আপনারা নিজেরা শপথ নিয়ে পরিবার-পরিজন বন্ধু বান্ধব মিলে ভোটের তারিখ যেদিন ঘোষণা হবে, সেদিন সবাই দাড়িপাল্লায় ভোট দিব।
তিনি আরো বলেন, আমার পিতা সংসদ সদস্য থাকা অবস্থায় কেহ বলতে পারবে না যে, একটি টাকার দুর্নীতি করেছে। আমাকে নির্বাচিত করলে আমিও আমার বাবার ন্যায় আপনাদের খেদমত করব। ভালো নেতা বাছাই করলে ভালো থাকবেন, মন্দ নেতা বাছাই করলে মন্দ থাকবেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারী কাজী মোসলে উদ্দিন, নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার, শিবিরের উপজেলা সেক্রেটারী মো. সাকিবুল হাসান প্রমুখ।
ভোরের আকাশ/জাআ