তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কীভাবে নিরাপদে থাকবে: মাসুদ সাঈদী
বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনিত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী পুত্র সাবেক ইন্দুারকানি উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ইসলামকে যারা ভয় করে তারা দুর্নীতিকে জাহান্নামের আগুনের মতই ভয় করে।তিনি বলেন, তারা দুর্নীতি করবে না। যারা দুর্নীতি করে না- আপনার আমার নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ জামায়াত ইসলামই করতে পারবে। বাংলাদেশ জামায়াত ইসলামী ইতোমধ্যে ৩শ আসনের মধ্যে ২৯৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণা করার পর বাংলাদেশের এমন কোন উপজেলা, যেখানে দুইটা গ্রুপের মারামারি করে ৫ জন মারা গেছে। আর ৩ জন ঠ্যাং ভেঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছে। এমন রিপোর্ট দেখছেন আপনারা ?অথচ কোন কোন দলের ওয়ার্ড ইউনিয়ন কাউন্সিল হয় সেখানে নিজেরা নিজেরা চেয়ার ভাঙ্গে, অফিস ভাঙ্গে, শেষমেশ মাথা ও ভাঙ্গে। যারা নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারে না। যাদের হাতে নিজেদের দলের কর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে?সোমবার (৭ জুলাই) বিকালে পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার মাওলানা আবুল হোসাইন এর সভাপতিত্বে ও মাওলানা শামসুল হকের সঞ্চালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মাসুদ সাঈদী দেশ পরিবর্তনের জন্য ইসলামী শাসন কায়েম করতে দাড়িপাল্লায় ভোট চেয়ে আরো বলেন, দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে রাখতে হলে এবারে আপনারা নিজেরা শপথ নিয়ে পরিবার-পরিজন বন্ধু বান্ধব মিলে ভোটের তারিখ যেদিন ঘোষণা হবে, সেদিন সবাই দাড়িপাল্লায় ভোট দিব।তিনি আরো বলেন, আমার পিতা সংসদ সদস্য থাকা অবস্থায় কেহ বলতে পারবে না যে, একটি টাকার দুর্নীতি করেছে। আমাকে নির্বাচিত করলে আমিও আমার বাবার ন্যায় আপনাদের খেদমত করব। ভালো নেতা বাছাই করলে ভালো থাকবেন, মন্দ নেতা বাছাই করলে মন্দ থাকবেন।এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারী কাজী মোসলে উদ্দিন, নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার, শিবিরের উপজেলা সেক্রেটারী মো. সাকিবুল হাসান প্রমুখ।ভোরের আকাশ/জাআ
০৮ জুলাই ২০২৫ ০৫:৩১ এএম
পিরোজপুরে গণসংযোগ করলেন মাসুদ সাঈদী
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী পিরোজপুর শহরে গণসংযোগ করেছেন।শুক্রবার (৪ঠা জুলাই )দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার কার্যালয় থেকে গণসংযোগ শুরু হয়।পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে গণসংযোগ শেষ হয়।গণসংযোগে জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা সহ সেক্রেটারি আব্দুর রাজ্জাক, পৌর আমির মো. ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি মো. আল আমিন সেখ, পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হালিম এবং মাসুদ সাঈদীর পুত্র মো. আব্দুল্লাহ্ ইবনে মাসুদ উপস্থিত ছিলেন।মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। আমার বাবার দেখানো আদর্শকে বুকে ধারণ করে আমি এ আসনকে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে নিতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন, ইনশাআল্লাহ্ আমরা পিরোজপুরকে একটি আদর্শ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব।এ সময় নেতারা স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মাসুদ সাঈদীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও সমর্থন চান।ভোরের আকাশ/জাআ