গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫ ০৫:১৭ পিএম
বিএনপি নেতা ইলিয়াস হত্যার ঘটনায় নারী গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জে সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন (৪০) হত্যার ঘটনায় স্বপ্না বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) বেলা ১১ টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামের একটি পুকুর থেকে ছয়টি দেশীয় অস্ত্র জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বপ্না বেগম মামলার প্রধান আসামি সুমন মিয়ার ভাবি ও ওই এলাকার নীল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, গত শুক্রবার (৬ জুন) রাত ১১ টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আবদুল ব্যাপারীর ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেনের উপর আতর্কিত হামলা করেছে সুমন মিয়া গংরা। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ জুন) বিকেলে ইলিয়াস হোসেন মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ বলেন, ইলিয়াস হোসেন হত্যাকান্ডের ঘটনার মামলায় ছয়টি ধারালো অস্ত্র জব্দসহ স্বপ্না বেগমকে গ্রেফতার করা হয়েছে। স্বপ্না ওই অস্ত্রগুলো নিজেই লুকিয়ে রেখে ছিলেন। আজ সকালে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ওই মামলার আরও এক আসামি সুমন মিয়ার বাবাকে গ্রেফতার করা হয়।
ভোরের আকাশ/জাআ