কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০৫:৩২ পিএম
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈরে হরতকীতলা এলাকায় মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের সহস্রাধিক শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পুলিশের লাঠি চার্জ ও টিয়ারশেল নিক্ষেপে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।
শ্রমিকরা জানিয়েছেন, চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেডের শ্রমিকরা সার্ভিস বোনাসসহ অন্যান্য পাওনা অর্থ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। এর একপর্যায়ে শুক্রবার ১২ টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ জানায়, শ্রমিকরা শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে শ্রমিকদের ছাত্রভঙ্গ করে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
মাহমুদ জিন্স লিমিটেড সূত্রে জানা গেছে, তাদের কারখানা গত বছরের ১০ অক্টোবর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ হওয়ায় প্রায় ২ হাজার শ্রমিকের কিছু পাওনা বকেয়া আছে। তা সরকারিভাবে নিষ্পত্তি করা হবে৷
মাহমুদ জিন্স লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক আবু তালেব বলেছেন, শ্রম আইন অনুয়ায়ী গত ১০ অক্টোবর আমাদের কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। শ্রমিকদের পাওনা নিষ্পত্তি হবে শ্রম মন্ত্রণালয়ের অধীনে। কারখানা কর্তৃপক্ষের কিছু করার নেই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেছেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোরের আকাশ/এসআই