১০ হাজার গাছের চারা রোপন
ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৪ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে ১০ একর বনভূমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা রোপন করেছে উপজেলা বন বিভাগ। উদ্ধারকৃত ভূমির মূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে বন বিভাগ। (১ সেপ্টেম্বর) সোমবার সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার বরমী ইউনিয়নের নেহালিয়া গ্রামে এ গাছের চারা রোপন করা হয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান সকল বিটের কর্মকর্তা কর্মচারী শতশত কাজের লোক নিয়ে উদ্ধারকৃত জায়গায় গাছের চারা রোপন করছেন। এসময় শাহাবুদ্দিন বিএসসি তার কাজে বাধা দেন। এক পর্যায়ে শাহাবুদ্দিন বিএসসি সাংবাদিকদের সামনেই রেঞ্জ কর্মকর্তার চাকুরী খেয়ে ফেলার হুমকি দেয়। শাহাবুদ্দিন বিএসসি বরমী গ্রামের মৃত মেহের আলী মোড়লের পুত্র।
নিহালিয়া গ্রামের তুহিন জানায়, এটা বনবিভাগের জায়গা আমরা সবাই জানি। আজ উদ্ধার হওয়ায় আমরা খুশি। আমরা এ গাছ দেখে রাখবো। দীর্ঘদিন পরে হলেও এ জমি উদ্ধার হওয়ায় আশপাশের মানুষ খুশি বলে জানান তারা।
সাতখামাইর বিট কর্মকর্তা তানভীর আহমেদ জানান, ইতিপূর্বেও গাছ লাগানো হয়েছিল শাহাবুদ্দিন বিএসসি চারা তুলে বনায়ন ধ্বংস করে ফেলেছে বলে আমরা জেনেছি। এখন চিকরাসী,অর্জুন মেহগনি,জারুল লটকন, আতা, পিতরাজ, নিম, জাম, কদম, বহেরা সহ ২০ প্রজাতির ফলদ ও বনজ গাছের চার রোপন করা হয়েছে।
এ বিষয়ে বরমী এলাকার এডভোকেট শাহাবুদ্দিন মোড়ল বিএসসি জানান, মুক্তাগাছা জমিদারের কাছ থেকে পতন নিয়ে ৫০ বছরের বেশি সময় ধরে ভোগদখলে ছিলাম। আদালতে রেকর্ড সংশোধন মামলায় হেরে গেলেও হাইকোর্টে রায়ের উপর নিষেধাজ্ঞা রয়েছে। বন বিভাগ নিষেধাজ্ঞা না মেনে গাছ লাগিয়ে আদালত অবমাননা করেছে।
উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, সিএস, এসএ ৩৯৭ আর এস ৯৮১ দাগে ৩০ একর জমি বন বিভাগের। সাহাবুদ্দিন মোড়ল বিএসসি একটি ভূয়া (জাল) পতন মূলে ৫০ বছর ধরে জবরদখল করে আছে। ২০ একর জমির রেকর্ড সংশোধন মামলা করেন তিনি। আদালতে জমির পতন জাল প্রমানিত হওয়ায় মামলায় হেরে যায়। আপিলেও বন বিভাগ রায় পায়। ১০ একর আজ দখল মুক্ত করে ১০ হাজার চারা রোপন করা হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি টাকা। বাকি ১০ একরে স্থাপনা থাকায় উচ্ছেদ মোকদ্দমা করে দখলমুক্ত করা হবে। তাছাড়া
১০ একর জমি স্টেম্প করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছে সে। তারা ঘর বাড়ি করে আছে।
শাহাবুদ্দিন বিএসসি প্রভাবশালী চতুর মানুষ।মামলায় তিনবার হেরে গিয়েও জমি ছাড়তে চায় না। সে হাইকোর্ট থেকে রায়ের উপর একটি স্টে অর্ডার এনেছে। হাই কোর্টের এডভোকেট মতামত দিয়েছে এ নিষেধাজ্ঞায় গাছ লাগাতে বাধা নাই। তাই আমরা গাছ লাগিয়েছি। আমরা সব সনয় আইনের প্রতি শ্রদ্ধাশীল।
ভোরের আকাশ/তা.কা