বাগেরহাটের চিতলমারী উপজেলার চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরে পানির মধ্যে অর্পিতা সাহা (২০) নামে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অর্পিতা সাহা চিতলমারী সদর বাজারের শাড়ী-কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে। অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান, একদিন আগে সোমবার সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিল। এক বছর আগে অর্পিতা সাহার সাথে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকার উত্তম মালোর বিয়ে হয়েছিল। কিন্তু ‘মৃগীব্যারাম’ এর কারণে অর্পিতা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তাই বাপের বাড়িতেই থাকতো। এর আগেও সে যখন-তখন বাসা হতে ঘুরতে বেরিয়ে পরে ফিরে আসতো। কিন্তু সোমবার সকালে সে আগের মতোই বাসা হতে বের হয়ে আর ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে চরকুড়ালতলা গ্রামের মৃত কৈলাশ বালার ছেলে পরিতোষ বালার মাছের ঘেরের পানিতে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অর্পিতার মৃতদেহ তারা শনাক্ত করেন।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অর্পিতা মানসিক প্রতিবন্ধি এবং তার ‘মৃগীরোগ’ ছিল বলে পরিবার জানায়। এই বিষয়ে থানায় একটি মঙ্গলবার (২২ জুলাই) অপমৃত্যু মামলা হয়েছে, যার নম্বর-১৩।ভোরের আকাশ/জাআ
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আব্দুল আজিজ মোল্লা নামে এক ব্যাক্তির হাত-পা ও মুখ বেঁধে বস্তাবন্দি অবস্থায় চকগৌরাং বিলের কাঁদা-পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।সোমবার সকালে চকগোরাং বিলের কাঁদা-পানি থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন স্থানীয়রা। এর আগে রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা মোড়ের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভূক্তভোগী আব্দুল আজিজ মোল্লা (৫২) উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লা মোল্লার ছেলে। তিনি জানান, বাবার মৃত্যুর পর থেকে অধ্যাবধি সৎ ভাই নাসির উদ্দিন গং এর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এমনটি ঘটানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এর নায্য বিচার দাবি করছি। অপরদিকে প্রতিপক্ষের নাসির গংকে নিজ বাড়িতে আটক করে থানায় সংবাদ দেন স্থানীয়রা।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/জাআ
২১ জুলাই ২০২৫ ০৬:৫৪ পিএম
বিমানবন্দরে ৬০ লাখ টাকার সিগারেট ও মোবাইল সেট উদ্ধার
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ঘটনায় দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের তিন যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীরা হলেন- মোহাম্মদ শাহ আলম, মো. আরফান। দুইজনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। এ ছাড়া অন্যজন জোরারগঞ্জের আশরাফুল ইসলাম।শুক্রবার (১৮ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আাসা ফ্লাইট বিএস ৩৪৪ এর তিনজন যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় রাত সাড়ে ৯টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম তিন যাত্রীকে তল্লাশি করে। উদ্ধার করা হয়েছে ১৯ লাখ ৯৫ হাজার টাকার ৫৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং ৪০ লাখ টাকার ৩০টি মোবাইল ফোন।তিনি জানান, আমদানি নিষিদ্ধ পণ্য হওয়ায় সিগারেট আটক এবং ব্যাগেজ রুলসের অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোন ডিএম মূলে আটক করা হয়। তারা ফ্রিকোয়েন্টলি ব্যাগেজ পার্টির পণ্য পরিবহন করেন। তিন যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অনুরূপ ঘটনায় মামলার আশ্রয় নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ভোরের আকাশ/এসএইচ
১৯ জুলাই ২০২৫ ০১:৩০ পিএম
চুয়াডাঙ্গায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল ও বারুদ বিহীন একটি গুলি উদ্ধার করেছে।মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের এক বাঁশ বাগানের মধ্য হতে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।মঙ্গলবার রাত ১০ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চোরাচালান বিরোধী এক অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭১ নং হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আছর আলীর বাঁশ বাগানের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশী তৈরী পিস্তল (ওয়ান শুটারগান) এবং বারুদ বিহীন ১ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/জাআ
১৬ জুলাই ২০২৫ ০১:১৮ পিএম
খুলনায় পুলিশ পরিচয়ে খাদ্য পরিদর্শককে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার
খুলনায় খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে পুলিশ পরিচয়ে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে।রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওই খাদ্য কর্মকর্তাকে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অপহৃত সুশান্ত কুমার খাদ্য পরিদর্শক হিসেবে ৪নং ঘাট ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন।এর আগে, রোববার সন্ধ্যায় খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। পথচারীদের ধারণকৃত মোবাইলের ভিডিও এবং অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রীর দায়েরকৃত অভিযোগ থেকেও এমনটি জানা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এ অভিযোগটি দায়ের হলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে নামেন।অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় লিখিত অভিযোগে জানান, মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি এবং সঙ্গে আরও তিনজন তাকে অপহরণ করেছে। অপহরণের পর থেকে সুশান্ত কুমার মজুমদারের ব্যবহৃত মোবাইল নম্বর দুটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে তার স্ত্রী দাবি করেন। এর আগে বাবু মণ্ডল ওই পরিদর্শকের কাছে কয়েকবার টাকা দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়; কিন্তু খাদ্য পরিদর্শক সুশান্ত টাকা দিতে অস্বীকৃতি জানান।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, অপহরণের খবর পাওয়ার পর থেকে পুলিশের একাধিক ইউনিট অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় আতঙ্কিত হয়ে অপহরণকারীরা সুশান্ত কুমারকে তেরখাদা উপজেলার আজপড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায়। পরে তেরখাদা থানার পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।কেএমপির উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, রাত সাড়ে বারোটার দিকে অপহৃত খাদ্য পরিদর্শক সুকান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে খুলনা থানা-পুলিশ।ভোরের আকাশ/এসএইচ
বঙ্গোপসাগরের ছখিনা উপকূলসংলগ্ন এলাকায় ‘এফবি মাওলা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটি বরগুনার পাথরঘাটার জসিম কোম্পানির মালিকানাধীন।বুধবার (২৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, তিন নম্বর সতর্ক সংকেত চলমান থাকায় সাগর বেশ উত্তাল ছিল। এমন অবস্থায় মাছ ধরা শেষে ট্রলারটি ঘাটে ফিরছিল। ফেরার পথে ছখিনার বড়াইয়ার চরের কাছে হঠাৎ চরে আটকে পড়ে এবং তাতে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।তবে ট্রলারটিতে থাকা সব জেলে পাশের আরেকটি ট্রলারের সহায়তায় নিরাপদে ঘাটে ফিরে আসেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।ডুবে যাওয়া ট্রলার এবং এর মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিকপক্ষ। সাগর শান্ত হলে ট্রলারটি টেনে তোলার পরিকল্পনা রয়েছে।মালিকপক্ষের একজন সদস্য জানান, “ঘাটে ফেরার পথে বড় ঢেউয়ে ট্রলারটি চরে উঠে যায় এবং তখনই ডুবে যায়। তবে আল্লাহর রহমতে সব জেলে নিরাপদে ফিরে এসেছে।”এ বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য অফিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক নজরদারি রাখা হচ্ছে।ভোরের আকাশ/জাআ
২৬ জুন ২০২৫ ০৪:৪১ পিএম
কক্সবাজারে বিশালাকৃতির বার্মিজ অজগর উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় একটি বিরল প্রজাতির বিশাল আকৃতির বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন আনুমানিক ২৫ কেজি।গতকাল রোববার রাতে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার সাপটি বার্মিজ পাইথন। এটি মানুষের জন্য ক্ষতিকর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অজগরটি আজ সোমবার দুপুরে দোছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।ভোরের আকাশ/জাআ
২৩ জুন ২০২৫ ০৯:৪০ পিএম
পিরোজপুরে হারানো ফোন ও টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর
পিরোজপুরে উদ্ধারকৃত ২৬টি মোবাইল ফোন ও টাকা মালিকদের কাছে হস্তান্তর করেছে পিরোজপুরের পুলিশ সুপার।সোমবার (২৩ জুন) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে উদ্ধারকৃত মোবাইল ও টাকা মালিকদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।ছবি-ভোরের আকাশপুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলা থেকে ২৬ টি মোবাইল, তিনটি ফেসবুক ফেইক আইডি ও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল। উদ্ধার হওয়া মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেইসবুক আইডি মালিকদের নিকট হস্তান্তর করা হয়।পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আরো জানান, পিরোজপুর জেলা পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত আছে। মাদকসহ অন্যান্য বিষয় জেলা পুলিশ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও অপরাধজনিত যে কোন বিষয় জেলা পুলিশ এর তৎপর অব্যাহত থাকবে।ভোরের আকাশ/এসএইচ
২৩ জুন ২০২৫ ০২:০৬ পিএম
শ্রীপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
গাজীপুরে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শনিবার (২১ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, ভ্যান চলক ও হেলপারকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছে ডিবি।আটককৃত কাভার্ড ভ্যানের ড্রাইভার মােঃ ইমরান হােসেন (২৪) সিরাজগঞ্জের চৌহানী উপজেলার বোয়াল কান্দি গ্রামের আমির হামজার পুত্র ও হেলপার মোঃ আরিফ হোসেন বাপ্পী ওরফে বাবু (২৪) নেত্রকোনার রৌহা জামতলা বাজারের মৃত সাহাবুদ্দিনের পুত্র।প্রেস ব্রিফিংকালে পুলিশ জানায়, কাভার্ড ভ্যানে চারটি প্লাটিকের বস্তায় কৌশলে রক্ষিত অবস্থায় ছিলো ১৬০ বোতল মাদক। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৮ হাজার টাকা। মাদকের বস্তাগুলো তারা মাওনার তাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ির কাছে নিয়ে যাচ্ছিলো। দ্রুত সময়ের মধ্যে তাজুল ইসলামকে গ্রেফতার করবে বলে জানিয়েছে পুলিশ।ভোররে আকাশ/এসএইচ
২১ জুন ২০২৫ ০৭:০৭ পিএম
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুল খালেক মিয়া (৩৫) নামের এক পান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার নাকাইহাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।নিহত আব্দুল খালেক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পানের ব্যবসা করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দিকে আব্দুল খালেক মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে লাশটি উদ্ধার করেছে।স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে খালেক তার দোকান থেকে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। আজ সকালেই নাকাইহাট বন্দরের পাশে তার গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। তাকে কে বা কারা হত্যা করে ওই স্থানে লাশ রেখে গেছে। এই হত্যাকান্ডের বিচার দাবি করছে পরিবারটি।গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
১৩ জুন ২০২৫ ১১:৫৫ এএম
যমুনায় নিখোঁজ গর্ভবতীর মরদেহ উদ্ধার, শিশুর খোঁজ মেলেনি এখনও
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে ডুবে যাওয়া আট মাসের অন্তঃসত্ত্বা নারী বর্ষা খাতুনের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪২ ঘণ্টা পর শুক্রবার (১৩ জুন) সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তবে এখনো খোঁজ মেলেনি একই ঘটনায় নিখোঁজ শিশু লামিয়া খাতুনের (১০)।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা সংলগ্ন যমুনা নদীর একটি অংশে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের পাটুরিয়া স্টেশনের লিডার জাহিদুল ইসলাম জানান, দীর্ঘ প্রচেষ্টার পর একদিন পর অভিযান সমাপ্ত ঘোষণার মধ্যেই স্থানীয়দের সহায়তায় বর্ষার মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। তবে নদীর প্রচণ্ড স্রোতের কারণে এখনো লামিয়ার সন্ধান মেলেনি।বর্ষা খাতুন বাচামারা গ্রামের মো. আব্দুল বয়াতীর মেয়ে এবং লামিয়া খাতুন একই গ্রামের মো. রাহেজ বয়াতীর মেয়ে। এখনো লামিয়ার সন্ধানে নদীর পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা।উল্লেখ্য, গত বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে বাচামারা গ্রামের পাঁচজন নারী ও শিশু যমুনা নদীতে গোসলে নামেন। এ সময় হঠাৎ প্রবল স্রোতে সবাই তলিয়ে যেতে থাকেন। স্থানীয়রা তিনজনকে জীবিত উদ্ধার করলেও বর্ষা ও লামিয়া নিখোঁজ ছিলেন।খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে নিজেরাই সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালান। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে রাতেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। তবে সেদিনও কারও সন্ধান মেলেনি।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবারও অভিযান পরিচালিত হয় এবং এরপর ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করে।ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা বারবার নদীর পাড়ে ছুটে এসেছেন একটুখানি আশার খোঁজে, কিন্তু ফিরেছেন চোখের জলে।ভোরের আকাশ/এসএইচ