শ্রীপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
গাজীপুরের শ্রীপুরে মুফতি রেজাউল করীম আবরার, হাফি শায়খ আছিফ আদনান ও শায়খ জাকারিয়া মাসউদের বিরুদ্ধে সাভার থানায় দায়ের মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।শুক্রবার বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর পৌর শাখার উদ্যোগে থানা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর পৌর শাখার সভাপতি মুফতি শাহ মুহাম্মাদ নাঈম নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি তরিকুল ইসলাম নোমানীর সঞ্চালনায় কর্মসূচি পালনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আলমগির হুসাইন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ, মুজাহিদ কমিটি শ্রীপুর উপজেলা শাখা জয়েন্ট সেক্রেটারি মাওলানা তুহিন আকন্দ ও ইসলামি শ্রমিক আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার মাওলানা নূর মুহাম্মাদ রাসেল সহ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ।বক্তারা অবিলম্বে রেজাউল করিম আবরার সহ আলেমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।ভোরের আকাশ/জাআ
১৮ জুলাই ২০২৫ ০৬:৫৫ পিএম
শ্রীপুরে মহিলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
শ্রীপুরে দীর্ঘ ১৭ বছর পর মডেল মসজিদ হলরুমে প্রায় পাঁচ শতাধিক মহিলা নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা মহিলা বিভাগের কর্মী সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ২টা ৩০ মিনিটে শ্রীপুর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিদেশ বিভাগীয় সেক্রেটারি ও ঢাকা উত্তর অঞ্চল তদারককারী খোন্দকার আয়েশা খাতুন।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর, গাজীপুর-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ড. জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক নাজমুন নাহার নাজমা, গাজীপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আকবর, মুহতারেমা আমেনা খাতুন, গাজীপুর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মুহতারেমা আমেনা খাতুন সহ শ্রীপুর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আয়েশা খাতুন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতিতে নারীরা এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। এ নির্বাচনে নারী ভোটারদের সমর্থন যে কোন প্রার্থীকে বিজয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে। এ নির্বাচনে নির্ধারিত হবে দেশ এগিয়ে যাবে নাকি আবার সেই ফ্যাসিবাদের কবলে পড়বে।ভোরের আকাশ/জাআ
১৭ জুলাই ২০২৫ ১০:১৩ পিএম
শ্রীপুরে বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতা
গাজীপুরের শ্রীপুরে বিস্ফোরক, অস্ত্র ও চাঁদাবাজিসহ সাত মামলার আসামী বহিস্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু।বুধবার (১৬ জুলাই) সকালে পিন্টুকে পুলিশে সোপর্দ করেন তিনি।অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে অস্ত্র, চাঁদাবাজি, মাদক সম্পৃক্ততার অভিযোগে তাকে যুবদল থেকে বহিস্কার করা হয়েছে।স্থানীয়রা জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে যুবদলের নাম ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠে জাহাঙ্গীর আলম পিন্টু। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অর্ধশত সন্ত্রাসী বাহীনি মাথায় লাল কাপড়, হাতে রাম দা নিয়ে মহড়া ও মাইকে প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, চাঁদাদাবি, মাদকসহ সাতটি মামলা রয়েছে।কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বুধবার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ির পাশে মতবিনিময় করছিলাম। এসময় ওই পথ ধরে যাচ্ছিল সাত মামলা আসামী বহিস্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু। নেতাকর্মীদের দেখে দৌড় দেয়। পরে তাকে ধরে এনে দৌড় দেয়ার কারণ জানতে চাইলে মামলাসহ বিস্তারিত তথ্য পাওয়া যায়।গত মঙ্গলবারও একটি শিল্প কারখানায় দলীয় পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করাসহ দলীয় পদপদবী ব্যবহার করে নানা অপকর্মের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়। বিষয়টি জানার পরপরই সন্ত্রাসী জাহাঙ্গীর আলম পিন্টুর অবস্থান পুলিশে জানানো হয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে।এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, রাম দা নিয়ে মহড়া ও মাইকে প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় মামলার পর থেকেই জাহাঙ্গীর আলম পিন্টু আত্মগোপনে ছিল। সে পলাতক আসামী। বুধবার বিএনপি নেতা তাকে পুলিশে সোপর্দ করেন। তার নামে শ্রীপুর থানায় বিস্ফোরক, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে।ভোরের আকাশ/জাআ
১৬ জুলাই ২০২৫ ০৪:৫২ পিএম
শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল ২ আরোহীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরের পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৪০) ও জাকির হোসেন দর্জির (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলা সিমলাপাড়া গ্রামের মো: আহমদ আলীর ছেলে ও জাকির হোসেন দর্জি আক্তা পাড়া গ্রামের আব্দুল বারেকের পুত্র। নিহত হারুনুর রশিদ ও জাকির হোসেন সিমলা পাড়া বাজারে ব্যবসা করতেন।স্থানীয় মাসুদ রানা জানান, হারুন ও জাকির মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিক আপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। জাকির কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক পিকআপ নিয়ে পালিয়ে যায়। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, সড়ক দূর্ঘটনায় আহত দুইজনই মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘাতক পিকআপ আটক করার চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ
১৪ জুলাই ২০২৫ ০৫:২৯ পিএম
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
গাজীপুরের শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখায় পুরষ্কার বিতরণ করা হয়।সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষ ক্ষণিকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা সুলতানা রুম্পার সভাপতিত্বে, পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফুল ইসলামের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ সাদিয়া ফারুক, মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ মাখরুজা আক্তার।আলোচানা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মিদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ বছর শ্রীপুর উপজেলা ও গাজীপুর জেলা পর্যায়ে টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মকবুল হোসাইন।উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তানিয়া আক্তার। উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে তেলিহাটি ইউনিয়ন পরিষদ। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে বরমি মা ও শিশু কল্যাণ কেন্দ্র।উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন রাজাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিনারা খাতুন, উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২/গ ইউনিটে কর্মরত হাসিনা বেগম।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মায়ামনি, রেজাউল করিম, হোসনেয়ারা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইলিয়াছ কামাল, জাকারিয়া আকন্দ,ইয়াছিন আরাফাত, সাকিব হাসান, জাকির হোসেনসহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারি বৃন্দ।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুলাই ২০২৫ ০১:৩৮ পিএম
শ্রীপুরে শিক্ষার্থীরা পেল ৪ হাজার গাছের চারা
গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভুঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় মাঠে ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয় । পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আম্রপালি ও কাটিমন জাতের ৪ হাজার আম গাছের চারা বিতরণ করা হয়। আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় এর সভাপতি আব্দুল মোতালেব।বিশেষ অতিথি ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী ।এ-সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/আজাসা
১৩ জুলাই ২০২৫ ০৮:৩৫ পিএম
শ্রীপুরে জুলাই শীর্ষক আলোচনা সভা
গাজীপুরের শ্রীপুরে ২০২৪ এর জুলাই আন্দোলনকে স্মরণ করতে আন্দোলনে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে "শ্রীপুরে জুলাই' শীর্ষক আলোচনা সভা।শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ।আলোচনা সভায় ২৪ এর আন্দোলনে অংশগ্রহনকারীরা তাদের স্মৃতিচারণ ও আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করে আলোচনা করেন।ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, ২৪ আন্দোলন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন ছিল। তাদের সফলতায় আজ আমাদের সামনে নতুন রাজনৈতিক বন্দোবস্থের পথ খুলেছে। আমরা নতুন এক বাংলাদেশের পথে হাটছি এখন। এ আন্দোলনে যারা নিজের জীবন উপেক্ষা করে অংশ নিয়ে সফল করেছেন তাদের আমরা সম্মান জানাতে ও শ্রীপুরে জুলাইকে স্মরনীয় করতেই এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ০২:২০ পিএম
জেদ্দা হাউজিংয়ের কার্যক্রম বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত
"শ্রীপুরে প্রতারণার ফাঁদ হাউজিং কম্পানির" শিরোনামে সংবাদ প্রকাশের পর ওই অবৈধ কোম্পানিতে পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।এসময় কার্যালয়ে কাউকে না পেয়ে খুলে ফেলা হয় সাইনবোর্ড। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট আতাহার শাকিল।খুলে ফেলা হয় অবৈধ জেদ্দা হাউজিং কোম্পানির সাইনবোর্ড। উপর্যুক্ত কাগজপত্র ছাড়া কম্পানীর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। জানা যায় গত ২৪ জুন দৈনিক ভোরের আকাশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। হাউজিং কোম্পানির লোকজনকে নোটিশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। উপযুক্ত কাগজপত্র ও প্রমানাদি দেখাতে ব্যার্থ হয় তারা।তারপরও চালিয়ে যায় অবৈধ কার্যক্রম। যার পরিপ্রেক্ষিতে চালানো হয় অভিযান।খুলে ফেলা হয় সাইনবোর্ড। জানা যায়, আবাসন প্রকল্প গ্রহণে হাউজিং কোম্পানিকে সাতটি শর্ত পূরণ করতে হয়। এগুলোর মধ্যে রয়েছে কোম্পানির নামে ১০ একর জমি, স্থানীয় সরকার /ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের তিন ধাপের ছাড়পত্র, জেলা প্রশাসনের দায়মুক্তি সনদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন। কিন্তু জেদ্দা হাউজিং লিমিটেডের নামে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া এই শর্তের একটিও পূরণ করেননি।কিন্তু বিভিন্ন আকারের প্লট করে বিক্রি করা সহ প্রচার প্রচারণা চালাচ্ছে দেদারসে।আইন ও বিধিবিধান না মেনে ৯০০ বিঘা জমির লে-আউটে তৈরির মাধ্যমে ৩ কাঠা, ৫ কাঠা ও ১০ কাঠা আয়তনের প্লট দেখিয়ে বুকিং বাণিজ্য করছে প্রতিষ্ঠানটি। একই প্রকল্পে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, ভিলা এবং কন্ডোমিনিয়ামের বুকিংও নেয়া হয়। যেখানে আবাসন প্রকল্প করতে গেলে যে শর্ত মানতে হয়- তার কোনটিই নাই এ হাউজিং কোম্পানির।যেখানে কোম্পানীর নামে ১০ একর জমি থাকতে হবে, সেখানে এই কোম্পানীর ১০ শতাংশ জমিও নিজেদের নামে সাফ কাবলা কেনা নেই। অথচ লে-আউটে কৃষিজমির উপর সাইনবোর্ড টাঙিয়ে ৫০/৬০ ফুট জায়গা বালু ভরাট করে গ্রাহকের কাছ থেকে বুকিংমানি নিয়ে প্লট বিক্রি করে যাচ্ছে দেদারসে ।জেদ্দা হাউজিংয়ের চটকদার বিজ্ঞাপনে বলতে শুনা যায় ৩ কাঠার প্লট মাত্র ২০ হাজার টাকায় জমির মালিক হোন, প্রতি কাঠার দাম ৬ লাখ, বুকিং করলেই ১৫% ছাড়, ৫০% ডাউন পেমেন্টে সাফ কাবলা রেজিস্ট্রেশন, ৬০ কিস্তিতে মুল্য পরিশোধ,। জেদ্দা হাউজিং লিমিটেড এর এমন আরো অনেক চটকদার বিজ্ঞাপনেই ভাসঁছে নেট-দুনিয়া। ফেসবুক, ইউটিউব, সহ রাস্তার মোড়ে মোড়ে টাঙ্গানো হয়েছে কোম্পানির বড় বড় বিলবোর্ড বিজ্ঞাপন। এরই প্রেক্ষিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।ভোরের আকাশ/আজাসা
০৩ জুলাই ২০২৫ ০৭:৪৮ পিএম
৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
গাজীপুরের শ্রীপুরে ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রীপুরে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। শ্রীপুর উপজেলা হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমীরুজ্জামান জানান, বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবিতে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান)-সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।তিনি আরো জানান, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছে। সরকার আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। আমরা শিশুদেরকে ০ থেকে ১৮ মাসের শিশু, কিশোরী, গর্ববর্তী মহিলা ও করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে করোনার টিকাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। তারপরও সরকার আমাদের দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। তাই আমরা সরকারের কাছে আহব্বান জানাই, আমাদের দাবিগুলো মেনে নিয়ে স্বাস্থ্য সহকারীদের বৈষম্য দূর করুন।শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, , সিনিয়র সহ-সভাপতি শাহিন আলম, মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন সহ শ্রীপুরে কর্মরত সকল স্বাস্থ্য সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
২৪ জুন ২০২৫ ১১:০৭ এএম
শ্রীপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
গাজীপুরে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শনিবার (২১ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, ভ্যান চলক ও হেলপারকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছে ডিবি।আটককৃত কাভার্ড ভ্যানের ড্রাইভার মােঃ ইমরান হােসেন (২৪) সিরাজগঞ্জের চৌহানী উপজেলার বোয়াল কান্দি গ্রামের আমির হামজার পুত্র ও হেলপার মোঃ আরিফ হোসেন বাপ্পী ওরফে বাবু (২৪) নেত্রকোনার রৌহা জামতলা বাজারের মৃত সাহাবুদ্দিনের পুত্র।প্রেস ব্রিফিংকালে পুলিশ জানায়, কাভার্ড ভ্যানে চারটি প্লাটিকের বস্তায় কৌশলে রক্ষিত অবস্থায় ছিলো ১৬০ বোতল মাদক। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৮ হাজার টাকা। মাদকের বস্তাগুলো তারা মাওনার তাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ির কাছে নিয়ে যাচ্ছিলো। দ্রুত সময়ের মধ্যে তাজুল ইসলামকে গ্রেফতার করবে বলে জানিয়েছে পুলিশ।ভোররে আকাশ/এসএইচ
২১ জুন ২০২৫ ০৭:০৭ পিএম
শ্রীপুরে বিএনপির আনন্দ মিছিল
গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মাওনা চৌরাস্তায় বিশাল আনন্দ মিছিল ও সভা করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার মাওনা চৌরাস্তায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।ছবি-ভোরের আকাশমিছিল শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের স্বপ্ন বৈসমহীন মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। নানা রকম ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য মিছিলটি পল্লীবিদ্যুত মোড় থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।ছবি-ভোরের আকাশএ সময় মিছিলে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। মিছিল শেষে মাওনা চৌরাস্তার ফ্লাইওভার নিচে পথসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহবায়ক মোসলেম মৃধা, এড জাফর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার বেপারী, ছাত্রদল সভাপতি সাইফুল মোল্লা প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ